সংক্ষিপ্ত

  • নজরে গরু পাচার ও কয়লাকাণ্ড
  • টুইটে রাজ্যকে খোঁচা রাজ্যপালের
  • 'রাজনৈতিক দলে নাম লেখান'
  • সাংবিধানিক প্রধানকে পাল্টা শিক্ষামন্ত্রীর

'রাজ্যপালের আসনকে কলঙ্কিত করছেন। কোনও রাজনৈতিক দলের নাম লেখানো উচিত।' দলের কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য়ের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে সুর চড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কটাক্ষ করলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকেও।

একদিকে গরু পাচারকাণ্ড, অন্যদিকে 'কয়লা মাফিয়া'র তাণ্ডব। বিধানসভা ভোটের মুখে যখন সরকারের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছে বিরোধী, তখন ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিলেন,  'কেউই আইনের উর্ধ্বে নয়।'

 

 

বেহালার রবীন্দ্রনগর মাঠে রবিবার একটি জনসভা আয়োজন করে স্থানীয় তৃণমূল কর্মসূচি। শাসকদলের কর্মসূচিতে যোগ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আবার এলাকার বিধায়কও বটে। সেই অনুষ্ঠানে গরুপাচার ও কয়লাকাণ্ড নিয়ে সর্বশেষ টুইটের প্রসঙ্গ তুলে রাজ্যপালকে নিশানা করেন শিক্ষামন্ত্রী। বলেন,  'ভেবেছিলাম উত্তরবঙ্গে থাকার পর মাথা ঠাণ্ডা হবে। ওনার মাথা দেখানো উচিত। রাজ্যপালের আসনকে কলঙ্কিত করছেন।' রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-কে তাঁর কটাক্ষ,  'কোনও কর্মসূচি নেই। স্রেফ দোষারোপ করে ক্ষমতায় আসা যাবে না। আগে নিজেদের দল সামলান, তারপর আমাদের দল নিয়ে ভাববেন।'