সংক্ষিপ্ত

রবিবার একটি সভায় প্রাক্তন মন্ত্রী তাপস রায়কে বলতে শোনা যায়, ‘‘আমাকে ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব যে, আর রাজনীতি করতে চাই না।’’

রাজ্য মন্ত্রীসভার রদবদলে মন্ত্রী হতে হতেও হলেন না বরাহনগরের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়।  সেই জল্পনার পরই বিধায়কের একটি মন্তব্য ঘিরে ফের শোরগোগ শুরু হয় রাজ্য রাজনীতিতে। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে রাজনীতি ছাড়া প্রসঙ্গে তাপস রায়ের মন্তব্য শোনা যায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় ভিডিওটি। 

রবিবার একটি সভায় প্রাক্তন মন্ত্রী তাপস রায়কে বলতে শোনা যায়, ‘‘আমাকে ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব যে, আর রাজনীতি করতে চাই না।’’
এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই নতুন করে জল্পনা শুরু হয় বিভিন্ন মহলে। এর আগেও বিভিন্ন জায়গায়, ঘনিষ্ঠ বৃত্তে প্রায়সই রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেছেন তিনি। 
প্রসঙ্গত, বিধায়ক তাপস রায়ের পুত্র আমেরিকায় কর্মরত ও মেয়ে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। পরিবারের আর কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। 

আরও পড়ুন মহালয়াতেই উদ্বোধন টালা সেতুর? চলছে শেষ মুহূর্তের কাজ

রবিবার ভাইরাল হওয়া ভিডিয়োটি যে তাঁরই, তা স্বীকার করেছেন তাপস। এবং এই ভিডিও প্রসঙ্গে বরাহনগরের বর্ষীয়ান বিধায়ক জানান,"সভায় ছেলেরা যখন আমায় বক্তৃতার জন্য আবেদন করে, তখন আমি বলি, সব কিছু শেষ করার একটা সময় থাকে। সে ভাবেই আমাকেও শেষ করতে হবে। আমাকে ধরে রাখা সহজ নয়। তাই যখন সময় হবে, তখন দলকে নিজের রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।’’ 
বিধায়ক তাপস রায়ের মন্তব্যে দলের দলের অন্দরেও অস্বস্তি তৈরি করেছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুনসাইরাস মিস্ত্রিকে ভাবা হয়েছিল রতন টাটার উত্তরসূরি, তবে বিতর্ক সঙ্গী করেই চেয়ারম্যান পদ ছাড়তে হয় তাঁকে

আরও পড়ুনকলকাতা মেট্রোয় এবার চিনের ডালিয়ান রেক, দক্ষিণেশ্বর-নোয়াপাড়া লাইনে শুরু হল ট্রায়াল রান