সংক্ষিপ্ত
- লাভপুরে তিন ভাইকে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে মুকুল রায়ের বিরুদ্ধে
- সেই মামলায় আগাম জামিন চাইতে এসে অস্বস্তি বাড়ল মুকুলের
- আদালত জানিয়েছে, মুকুলের করা আবেদনে ত্রুটি রয়েছে
- তাই আগাম জামিনের আবেদনটি বাতিল করেছে হাইকোর্ট
লাভপুরে তিন ভাইকে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে মুকুল রায়ের বিরুদ্ধে। সেই মামলায় অগ্রিম জামিন চাইতে এসে মামলার নিষ্পত্তির আগেই কলকাতা হাইকোর্টে বেশ খানিকটা অস্বস্তি বাড়ল বিজেপি নেতা মুকুল রায়ের। আদালত জানিয়েছে, মুকুলের করা আবেদনে ত্রুটি রয়েছে। তাই আগাম জামিনের আবেদনটি বাতিল করল কোর্ট। আগাম জামিন চাইতে গেলে ফের তাঁকে আবেদন করতে হবে।
অবশেষে চাঁদ ছুলেন বামন দম্পতি, দাম্পত্য জীবনের ১০ বছর বাদে সন্তান
বস্তুত, ২০১০ সালে বীরভূমের লাভপুরের নবগ্রামে ৩ ফরওয়ার্ড ব্লক সমর্থক খুন হন। বালি তোলাকে কেন্দ্র করে গোলমালের জেরে লাভপুরের তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক মনিরুল ইসলাম তার বাড়িতে সালিশ সভা ডেকেছিলেন। সেখানে ধানু শেখ, কাটুন শেখ ও তুরুক শেখ নামে তিন ভাই খুন হয়। আরও এক ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
পার্কে তরুণীদের দেখে হস্তমৈথুন, বেহালায় হাতেনাতে ধরা পড়ল যুবক
সেই মামলায় গত শনিবার বোলপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় পুলিশ। শেখ পরিবারের তিনভাইকে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে সাপ্লিমেন্টারি চার্জশিটে মুকুলের নাম রেখেছে পুলিশ। গ্রেফতারি এড়াতে মুকুল আগাম জামিনের আবেদন করেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।