সংক্ষিপ্ত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দিন সম্পর্কে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এই গ্যালারি স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অবদান এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের সশস্ত্র সংগ্রামের উজ্জ্বল সাফল্যের প্রতিচ্ছবি হবে।
শহিদ দিবস (Shaheed Diwas) ২০২২। এই বিশেষ দিন উপলক্ষ্যে কলকাতা পাচ্ছে কেন্দ্রের নয়া উপহার। আইকনিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial Hall) বুকে খুলে দেওয়া হচ্ছে বিপ্লবী ভারত গ্যালারি (Biplobi Bharat Gallery)। তেইশে মার্চ (March 23, 2022) সন্ধে ছটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দিন সম্পর্কে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এই গ্যালারি স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অবদান এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের সশস্ত্র সংগ্রামের উজ্জ্বল সাফল্যের প্রতিচ্ছবি হবে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে "This aspect has often not been given its due place in the mainstream narrative of the freedom movement. The purpose of this new gallery is to provide a holistic view of the events that led up to 1947 and highlight the important role played by the Revolutionaries,"
পিএমও আরও জানিয়েছে বিপ্লবী ভারত গ্যালারি রাজনৈতিক পটভূমিকে চিত্রিত করে যা বিপ্লবী আন্দোলনের সূত্রপাত করেছিল। এটি বিপ্লবী আন্দোলনের জন্ম, বিপ্লবী নেতাদের দ্বারা উল্লেখযোগ্য সমিতি গঠন, আন্দোলনের প্রসার, ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন, নৌ বিদ্রোহের অবদানকে তুলে ধরবে।
'আমার দলকেও মাফ করিনা', কাশ্মীর ফাইলস বিতর্কে রাজনীতি ছাড়ার ইঙ্গিত গুলাম নবি আজাদের
ভেঙে দিল পুরনো প্রথা, মাত্র একটি কারণে বিশেষ মুসলিম বিয়ের ভিডিওটি দেখুন
এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শহিদ দিবসে স্বাধীনতা সংগ্রামী ভগত সিং, সুখদেব এবং রাজগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন যে মাতৃভূমির জন্য তাদের প্রাণ দেওয়ার আবেগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। হিন্দিতে টুইট করে মোদী জানান "ভারত মাতার অমর পুত্র, বীর ভগত সিং, সুখদেব এবং রাজগুরুকে শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি। মাতৃভূমির জন্য তাদের প্রাণ দেওয়ার আবেগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। ভারত দীর্ঘজীবী হোক!"
কেন ২৩ মার্চকে শহিদ দিবস হিসেবে পালন করা হয়?
২৩শে মার্চ বিপ্লবী ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে শ্রদ্ধা জানাতে শহিদ দিবস হিসাবে পালন করা হয়। এই তিন বীর সন্তানকে ১৯৩১ সালে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। এই ত্রয়ীকে ১৯২৮ সালে ডেপুটি পুলিশ সুপার জেপি সন্ডার্সের হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে জেপি সন্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু। লাহোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়ার সময় ভগৎ সিং এবং সুখদেবের বয়স ছিল ২৩, রাজগুরুর বয়স ২২।
বিপ্লবী ভারত গ্যালারিতে মূলত দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা লেখা থাকবে। দেশের সকল প্রান্তের বিপ্লবীদের ঠাঁই দেওয়া হয়েছে এখানে। ঋষি অরবিন্দ থেকে শুরু করে রাজগুরু ও ভগত সিং- মাস্টারদা সূর্য সেন সকলের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। পাশাপাশি অনুশীলন সমিতির কথাও থাকবে। আরও থাকবে সেই সময় বিশেষভাবে সক্রিয় থাকা গাদার পার্টির তথ্য। যার সদস্য ছিলেন সর্দার উধম। এছাড়াও থাকছে আলিপুর বোমা মামার বিস্তার তথ্য। বিপ্লবী নেতারা কে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন তাও তুলে ধরে হয়েছে এই গ্যারালিতে। এক কথায় এই গ্যালারি সহজে আপনার চোখের সামনে তুলে ধরবে স্বাধীনতার জন্য দেশের মানুষের অবদান।