সংক্ষিপ্ত

  •  বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ভাটপাড়ার বাসিন্দা 
  • কলকাতার হাসপাতালে ব্রেন ডেথ হয় ওই যুবকের 
  • একটি কিডনি ও ত্বক যাবে এসএসকেএমে 
  • অঙ্গ প্রতিস্থাপনের জন্য তৈরি  হবে ২টি গ্রিন করিডর 

 করোনা পরিস্থিতিতে অঙ্গদানের এক অসাধারণ ঘটনা ঘটল ভাটপাড়ায়। যা মানবিক হওয়ার কথা মনে করিয়ে দেয়। বাইক দুর্ঘটনায় প্রিয় জনকে হারিয়ে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। মৃত ওই ব্যক্তির নাম সংগ্রাম ভট্টাচার্য। 

আরও পড়ুন, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন ভবঘুরে মহিলা, খবর পেতেই হাসপাতালে ভর্তি করল পুলিশ

জানা গিয়েছে, শুক্রবার রাতে কল্যাণীতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ভাটপাড়ার সংগ্রাম ভট্টাচার্য। পেশায় তিনি একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ । বছর বত্রিশের সংগ্রামকে প্রথমে কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। সেখানে রবিবার  ব্রন ডেথ ওই যুবকের। এবং এই কঠিন পরিস্থিতিতে এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। 

আরও পড়ুন, হোম আইসোলেশনের 'হলুদ প্যাকেট' নির্দিষ্ট স্থানে ফেলার নির্দেশ, নিয়ম ভাঙলেই চিঠি পাঠাবে পুরসভা

অপরদিকে, হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে হাওড়ার নারায়ণা হাসপাতালে ভর্তি ১৭ বছরের কিশোরীর শরীরে। একটি কিডনি ও ত্বক যাবে এসএসকেএমে। আরেকটি কিডনি ও যকৃৎ প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালেই। কর্নিয়া যাবে দিশা চক্ষু হাসপাতালে। অঙ্গ প্রতিস্থাপনের জন্য তৈরি করা হবে দুটি গ্রিন করিডর।