05:58 PM (IST) Nov 05

শেষ সুব্রত মুখোপাধ্য়ায়ের অন্তেষ্টি

শেষ সুব্রত মুখোপাধ্য়ায়ের অন্তেষ্টি। পঞ্চভূতে বিলীন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

04:48 PM (IST) Nov 05

গ্যান স্যালুটে চিরবিদায় সুব্রতকে

কেওড়াতলা মহাশ্মশানে গ্যান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হল সুব্রত মুখোপাধ্যায়কে। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী।

04:35 PM (IST) Nov 05

কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছাল দেহ

কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। সেখানেই গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে তাঁকে। রয়েছেন তৃণমূল নেতারা। 

04:23 PM (IST) Nov 05

কেওড়াতলা মহাশ্মশানের প্রস্তুতি

একডালিয়া থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। সেখানে প্রস্তুতি রয়েছে একেবারে তুঙ্গে। শ্মশানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

03:44 PM (IST) Nov 05

একডালিয়া থেকে কেওড়াতলার উদ্দেশ্যে রওনা

একডালিয়া ক্লাব থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। তাঁর শেষ যাত্রায় সামিল হয়েছেন বহু মানুষ। রয়েছেন তৃণমূলের প্রথমসারির নেতারাও।

03:27 PM (IST) Nov 05

বাড়ি থেকে একডালিয়া ক্লাবে পৌছল মন্ত্রীর দেহ

বাড়ি থেকে একডালিয়া ক্লাবে পৌছল মন্ত্রীর দেহ। সুব্রতকে শেষবারের জন্য দেখতে রাস্তায় মানুষের ঢল।

02:58 PM (IST) Nov 05

বালিগঞ্জের বাড়িতে পৌছল সুব্রত মুখোপাধ্য়ায়ের দেহ

বালিগঞ্জের বাড়িতে পৌছল সুব্রত মুখোপাধ্য়ায়ের দেহ

02:24 PM (IST) Nov 05

বিধানসভায় পৌঁছাল মরদেহ

সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল বিধায়করা। বর্ষীয়ান নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। এছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

01:55 PM (IST) Nov 05

বিধানসভায় নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ

রবীন্দ্রসদন থেকে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভায়। তারপর সেখানে দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে।

01:31 PM (IST) Nov 05

সুব্রতকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এলেন বাম নেতা কান্তি গাঙ্গুলি

সুব্রতকে শেষ শ্রদ্ধা জানাতে রায়দীঘি থেকে রবীন্দ্র সদন ছুটে এলেন বাম নেতা কান্তি গাঙ্গুলি

12:55 PM (IST) Nov 05

রবীন্দ্রসদনে মন্ত্রীর দেহকে শেষ শ্রদ্ধা জানালেন দিলীপ-নিশীথ-সুজনরা

 রবীন্দ্রসদনে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহকে শেষ শ্রদ্ধা জানালেন দিলীপ-নিশীথ-সুজনরা

12:34 PM (IST) Nov 05

সুব্রত প্রয়াণে নাম না করে বিজেপি নের্তৃত্বকে তোপ কুণালের

Scroll to load tweet…
12:08 PM (IST) Nov 05

সুব্রতকে শ্রদ্ধা জানাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, ছিলেন আব্দুল মান্নান এবং প্রদীপ ভট্টাচার্যরা। 

12:06 PM (IST) Nov 05

সুব্রতকে শ্রদ্ধা জানালেন প্রদীপ ভট্টাচার্য

৫ দশক ধরে সুব্রত-র সঙ্গে জড়িয়ে। প্রিয়দার নেতৃত্বে সুব্রত তখন তরুণ রাজনৈতিক তুর্কী, আমরাও সব প্রিয়দার দলে। বহু সময় নানা মিটিং-এ সুব্রত-র সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু কোনও দিনই তা অন্য জায়গায় পৌঁছায়নি, বরবারই সম্পর্ক থেকেছে, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও সুব্রত সেই সম্পর্ককে ত্যাগ করেনি, এসএসকেএম-এ থাকার সময় কথা হয়েছিল, কথা ছিল ছুটি পেলে ওর একডালিয়ার বাড়িতে আমরা পুরনো বন্ধুরা একদিন আড্ডা মারবো।- প্রদীপ ভট্টাচার্য

12:03 PM (IST) Nov 05

সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা রাহুল সিনহার

রাজনৈতিক পথ এবং আদর্শ ভিন্ন হলেও সম্পক্ত তৈরিতে তা কোনওদিনই বাধা হয়নি, আসলে সুব্রত মুখোপাধ্যায় এমনই এক মানুষ, সকলের সঙ্গে সম্পর্ক গড়তে পারতেন, বাংলার রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি- রাহুল সিনহা। 

12:01 PM (IST) Nov 05

সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা দিলীপের

বাংলার রাজনীতিকদের অভিভাবক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, বিধানসভায় বহু গল্প হত, রাজনৈতিক উপদেশ মিলত, তিনি বাংলার রাজনীতিতে একজন মহিরুহ- দিলীপ ঘোষ

12:00 PM (IST) Nov 05

সুব্রতদা ঘিরে অনেক স্মৃতি- সুব্রত ভট্টাচার্য

সুব্রত মুখোপাধ্যায়কে রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানালেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, ওনার বাড়িতে মাঝে মাঝেই আসতাম-গল্প-আড্ডা লেগেই থাকতো, মোহনবাগানে খেলার সময় থেকে সুব্রতদার সঙ্গে সম্পর্ক, ওনি সবসময় আমার পাশে ছিলেন, ভালো থেকে খারাপ দিন- একদিনের জন্য পাশ থেকে সরে যাননি, কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছি না- সুব্রত ভট্টাচার্য। 

11:58 AM (IST) Nov 05

ভাইফোঁটায় নাড়ু খেতে চেয়েছিলেন সুব্রত, কান্নায় ভেঙে পড়লেন বোন তনিমা

সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় শোকস্তব্ধ তিন বোন, নতুন করে পিহারা হলাম, বলছেন বোনেরা. তিন বোন ঘটা করে ভাইফোঁটা দিতেন সুব্রতকে, এবার ভাইফোঁটা দেওয়ার পরিকল্পনা থাকলেও খাওয়া-দাওয়ার বিষয় বাতিল করা হয়েছিল, সুব্রত শুধু বোন তনিমার কাছে নাড়ু খেতে চেয়েছিলেন, সেটা আর হল না আক্ষেপ বোন তনিমার, দাদা-কে ঘিরেই ছিল জীবনের অনেকটা, দাদা-র শাসন সারাক্ষণ লেগে থাকত, কিন্তু সেই মানুষটা আজ নেই, আমরা থাকবো কী করে- বললেন আর এক বোন বুলবুল। 

11:35 AM (IST) Nov 05

রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাল ভারত সেবাশ্রমের সদস্যরা

রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাল ভারত সেবাশ্রমের সদস্যরা

11:32 AM (IST) Nov 05

রবীন্দ্র সদন থেকে দুপুরে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে

রবীন্দ্র সদন থেকে দুপুরে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে।