Asianet News BanglaAsianet News Bangla

১৫ দিন বিশ্রাম নেওয়া হল না, অনুব্রতকে ফের তলব সিবিআই-র

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে তলব করা হয়েছে।

Post Poll Violence Case CBI summoned TMC Leader Anubrata Mandal again RTB
Author
Kolkata, First Published Jun 1, 2022, 11:40 AM IST

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে তলব করা হয়েছে। এর আগেও একাধিকবার ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অনুব্রত তলব করেছিল সিবিআই।  শেষবার সিবিআই দফতরে ঢোকা এবং বেরোনোর সময় বুকে হাত দিতে দেখা যায় অনুব্রতকে। তাই শেষ তলবের পর অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন বিশ্রাম চেয়েছিলেন সিবিআই আধিকারিকদের থেকে। তবে ১৫ দিন হওয়ার আগেই ফেন অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, গরুপাচারকাণ্ডে শুক্রবার ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজাম প্যালেসে যাননি।সেদিনও ফের সিবিআই হাজিরা এড়িয়ে যান কেষ্ট। প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোট পরবর্তী মামলাতেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার অনুব্রত সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিজিও কমপ্লেক্সে বেলা ১ নাগাদ হাজির হতে বলা হয়েছিল। কিন্তু শেষ অবধি সিবিআই হাজিরায় ওইদিন উপস্থিত থাকতে পারেননি তিনি। আইনজীবী মারফত সিবিআইকে চিঠি দিয়ে জানান, আপাততত অনুব্রত মণ্ডলকে ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা। সেই কারণে এদিন তিনি হাজিরা দিতে পারছেন না।

আরও পড়ুন, কেন কেকে-র শো-তে লাগাম ছাড়া ভিড় নজর এড়াল উদ্য়োক্তাদের ? প্রশ্ন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের

এদিকে, ছয় বারের হাজিরা এড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে সম্প্রতি নিজেই চিঠি দিয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তড়িঘড়ি করে জবাব দেয় নিজাম প্যালেসও। গত সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই এদিন সিবিআই দফতরে হাজির হন কেষ্ট। যদিও তাঁকে সিবিআই দফতরে আসার সময় তাঁকে, বুকে হাত দেওয়া এবং কাঁধে ভর দেওয়া অবস্থায় আসতে দেখা যায়। গরুপাচার মামলা থেকে ভোট পরবর্তী হিংসার মামলা সিবিআই একাধিকবার তলব করলেও অসুস্থ সহ বিভিন্ন যুক্তি দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত ওরফে কেষ্ট। শেষবার তিনি সিবিআই-র মুখোমুখি হন। এরপর ৪ ঘন্টারও বেশি সময় ধরে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ চলে। আর জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসতেই ফের সোজা এসএসকেম-র উডবার্ণে ভর্তি হন অনুব্রত ওরফে কেষ্ট।

আরও পড়ুন, এসএসসি গ্রুপ সি-তে ৩৮১ জনের ভুয়ো নিয়োগ, সিবিআই-কে রিপোর্ট, হার্ডডিস্ক থেকে আরও কী তথ্য

অপরদিকে, চিঠির পাশাপাশি সিবিআই-কে ইমেল করে গরহাজির অবস্থান স্পষ্ট করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ মতো ১৫ দিন বিশ্রাম নেবেন তিনি। তাই আইনজীবী মারফৎ এদিনই চিঠি পাঠাচ্ছেন সিবিআইকে কেষ্ট। নিজের অনুপস্থিতির কথা জানিয়েছেন সেখানে। তবে বোলপুরে তদন্তের প্রয়োজনে আসুক সিবিআই, আর তা না হলে সময় দিক সিবিআই। এমনটাই চিঠিতে জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে শেষ অবধি কী হবে,আগামীকাল বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেবেন কি অনুব্রত, এনিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন, ১০ জুন থেকে ফের আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা শুরু, জানুন টিকিটের দাম 

Follow Us:
Download App:
  • android
  • ios