রাজস্থান যাবেন বলে বর্ধমানগামী ট্রেন ধরেছিন দম্পতি মাঝে পাল্লা রোডের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় দেড় বছরের শিশু শক্তিগড়ে এসে রেলপুুলিশকে খবর দেওয়া হয় পুলিশ খুঁজতে খুঁজতে ঝোপের ধার থেকে উদ্ধার করে বাচ্চাটিকে

শুক্রবার রাতে বর্ধমান কর্ডলাইনে যা ঘটল, তা উপন্য়াসকেও হার মানালচলন্ত ট্রেন থেকে পড়ে গেল দুধের শিশুআর ঝোপের মধ্য়ে থেকে কান্না শুনে সেই শিশুকে উদ্ধার করল রেল পুলিশ

কী ঘটেছিল?

লিলুয়া থেকে এক দম্পতি ট্রেনে উঠেছিলেন বর্ধমান যাবেন বলে বর্ধমান থেকে তাঁদের যাওয়ার কথা ছিল রাজস্থানেবিজয় চৌধুরী ও তাঁর স্ত্রী সীমা চৌধুরীর সঙ্গে ছিলেন তাঁদের সাতবছরের এক ছেলে, দেড় বছরের মেয়ে, মা ও অন্য় এক আত্মীয়লিলুয়া থেকে ওঁরা বর্ধমান কর্ড লোকাল ধরেছিলেন বর্ধমান থেকে তাঁদের প্রতাপ এক্সপ্রেস ধরার কথা ছিল হঠাৎ পাল্লারোড স্টেশনের কাছে ঘটে যায় বিপত্তি কীভাবে যেন চলন্ত ট্রেন থেকে পড়ে যায় দেড় বছরের শিশুটিহতচকিত হয়ে যায় সবাই এরপর শক্তিগড় আসতেই স্টেশনে নেমে পড়েন ওই দম্পতিতাঁদের সঙ্গে নামেন সহযাত্রীরাও খবর দেওয়া হয় আরপিএফকেচুপচাপ হাত গুটিয়ে বসে না-থেকে তৎপর হয় রেল পুলিশ টর্চ জ্বালিয়ে তারা ওই বাচ্চাটিকে খুঁজতে বেরোয়কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে ট্রেনতাই রাতের অন্ধকারে রেললাইনের ধারে বাচ্চাটিকে খুঁজে পাওয়া কার্যত দুঃসাধ্য় হয়ে ওঠেকিন্তু হাল ছাড়ে না পুলিশশেষে ঝোপের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়আর সেই কান্না শুনেই তারা মেয়েটিকে উদ্ধার করে

গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়কলকাতার এক হাসপাতালে এখন মেয়েটিকে ঘিরে যমে-মানুষে টানাটানি চলছে

এদিকে প্রশ্ন উঠেছে, এতজনের চোখ এড়িয়ে কীভাবে দেড় বছরের একটি শিশু চলন্ত ট্রেন থেকে পড়ে গেল যদিও, সেই প্রশ্নকে ছাপিয়ে গিয়েছে রেল পুলিশের তৎপরতার বিষয়টিযেভাবে কান্নার আওয়াজ শুনে ঝোপের মধ্য়ে থেকে বাচ্চাটিকে উদ্ধার করে আরপিএফ, তাতে করে সবাই খুশি