স্বাধীনতা দিবসে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Home
- West Bengal
- Kolkata
- Live Independence Day- জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন মমতার
Live Independence Day- জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন মমতার

রেড রোডে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলনের পর তিনি ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানিয়েছেন তিনি। রেড রোডে ১৫ মিনিটের অনুষ্ঠান শেষে রাজভবনে গিয়ে রাজ্যপালকে জানালেন শুভেচ্ছা বার্তা। এরপর পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী।
পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন মমতার
পুলিশের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ মাস্ক বিলি
৭৪ স্বাধীনতা দিবসে রাজ্যে পুলিশের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ মাস্ক বিলি করা হয়েছে। প্রতিবছরের থেকে এবারের স্বাধীনতা অনুষ্ঠান পুরোপুরি আলাদা হয়েছে। কারণ করোনা আবহে সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে রয়েছে নিরাপদ দূরত্ব।
রাজ ভবনে মুখ্যমন্ত্রী
রেড রোডে স্বাধীনতা দিবস পালনের পর রাজ ভবনে এলেন মুখ্যমন্ত্রী। রাজ ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানালেন, 'আমরা গর্বিত স্বাধীনতা দিবস উৎযাপনের জন্য। এই দিনটি এবং প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে অত্য়ন্ত প্রিয়, পবিত্র এবং গৌরবের দিন। প্রতিবছর এই দিনটায় রাজভবনে চায়ের অনুষ্ঠান হয়। কিন্তু বিকেলে আসতে পারব না বলে এখনই চলে আসলাম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে গেলাম রাজ্য়পালকে।'
২৫ কোভিড যোদ্ধারা পেলেন বিশেষ সম্মান
২৫ কোভিড যোদ্ধারা পেলেন বিশেষ সম্মান। কোভিডের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ২৫ জনের হাতে তুলে দেন সংবর্ধনার উপহার। যাঁদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স, সাফাই কর্মী ও আশা কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়েছেন তাঁরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
রেড রোডে বেজে উঠল মুখ্যমন্ত্রীর লেখা কোভিড জয়ের গান
'করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো'। মুখ্যমন্ত্রীর লেখা, ইন্দ্রনীল রায়, লোপামুদ্রা মিত্রদের গাওয়া সুরে স্বাধীনতা দিবসে কোভিড জয়ের গান বেজে উঠল রেড রোডে।
স্বাধীনতা দিবসে ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'সব ভাই এবং বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদেরকে জানাই প্রণাম। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে স্বাধীন দেশ গঠন হয়েছে, তাকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে।'