সংক্ষিপ্ত

  • অবশেষে খুলতে চলেছে বেলুড় মঠ
  • সর্বসাধারণের জন্য খোলা হচ্ছে
  • দিনে দু দফায় খোলা হবে
  • কোভিড সুরক্ষায় কী ব্যবস্থা?

করোনাকালে বেশ কয়েকমাস পর অবশেষে সর্ব সাধারণের জন্য খুলছে বেলুড় মঠ। প্রেস বিবৃতি জারি করে সাংবাদিক সম্মেলনে জানালেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই মঠের দরজা সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কবে ফুটবে পদ্ম, দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু

বেলুড় মঠ আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে খুলছে।  প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান করা বা মহারাজকে প্রণাম এখন আগের মতোই বন্ধ থাকবে। পরবর্তী সময়ে বিচার-বিবেচনা করে সেগুলো ধীরে ধীরে চালু করা হবে।

আরও পড়ুন-ট্র্যাক্টর ব়্যালির জট কাটতে না কাটতেই দ্বিতীয় হুংকার কৃষকদের, মন্ত্রী বললেন সমস্যা মিটবে তাড়াতাড়ি 

মঠের দরজা সর্ব সাধারণেক জন্য খুললেনও, করোনা বিধি মেনেই ভক্ত এবং সাধারণকে ঢুকতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবেষ। স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আপাতত এই ভাবেই বেলুড় মঠ পুণঃরায় খোলা হচ্ছে। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।