সংক্ষিপ্ত
- হিমেল হাওয়ার সঙ্গে আজ ভোর হল
- সর্বনিম্ন তাপমাত্রার ১৮ ডিগ্রি সেলসিয়াস
- ঠান্ডা হাওয়ার আমেজ তাই ক্রমশই বাড়ছে
- ঝকঝকে রোদের দেখা সারাদিনই মিলবে
হিমেল হাওয়ার সঙ্গে আজ ভোর হল। ঝকঝকে রোদের দেখা সারাদিনই মিলবে। আকাশ থাকবে একদম পরিষ্কার। ঠান্ডা হাওয়ার আমেজ তাই ক্রমশই বাড়ছে। শহরবাসীরাও চাইছেন শীত আসুক সাড়ম্বড়ে।
আরও পড়ুন, মশা মারতে 'ড্রোন দাগা' , ডেঙ্গু নিধনে নয়া হাতিয়ার পুরসভার
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৫শতাংশ। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে।
আরও পড়ুন, তদন্তকারী অফিসার নন, বধূ নির্যাতনের মামলায় খোদ পুলিশ কমিশনারকে তলব হাইকোর্টের
তবে শীত আসার মুহূর্তে যতটা সর্দি-কাশি থাকে, অনেকের মতে শীত জমিয়ে পড়লে সেই শরীর খারাপ থেকে মুক্তি পাওয়া যায়। এদিন শহরে স্কুলের বাচ্চারা স্কার্ফ ছেড়ে হালকা গরম পোশাক পরে স্কুল যাওয়া শুরু করেছে।