সংক্ষিপ্ত
'রাহুল নন, মোদীর বিকল্প মুখ মমতাই' তৃণমূলের মুখপত্র 'জাগোবাংলা'-র প্রতিবেদনে উঠে এসেছে এমনই দৃষ্টিভঙ্গি। 'রাহুল গান্ধীর যোগ্যটা নিশ্চয়ই তৃণমূলের মুখপত্র ঠিক করে দিতে পারবে না', বিস্ফোরক অধীর।
একুশের নির্বাচনে ডবল ইঞ্জিনের স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির। আর এদিকে বিপুল ভোটে জয়ী মমতা। তাই এবার চব্বিশে চোখ রেখে ' জাতীয় রাজনীতিতে মোদীর বিকল্প মুখ হিসেবে রাহুল গান্ধী নন , বিকল্প মুখ মমতাই। ' তৃণমূলের মুখপত্র 'জাগোবাংলা'-র প্রতিবেদনে উঠে এসেছে এমনই দৃষ্টিভঙ্গি। আর এরপরেই তুলকালাম রাজ্য-রাজনীতিতে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন, 'উত্তর প্রদেশে গিয়ে উপদেশ দিন', শিশুদের জ্বর নিয়ে পরামর্শ দিতে গিয়ে ফিরহাদের নিশানায় রাজ্যপাল
এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীষ তিনি বলেছেন, ওনারা একদিন সব বিরোধী দলকে ঐক্য স্থাপন করতে বলছেন। আবার বিরোধী দলগুলির মতামত না নিয়ে তাঁদেরকেই পাল্টা অপমানিত করছেন। তাঁদের সঙ্গে আলোচনা না করে নিজের দলের মুখপত্রে লেখাচ্ছেন যে, আমি ভারতের প্রধানমন্ত্রী হতে চাই। এটা অত্যন্ত দুর্ভার্গ্যের। আমার মনে হয় এই ঘটনাগুলির মধ্য় দিয়ে পরোক্ষভাবে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে। কারণ বিরোধীদের মধ্য়ে অনৈক্যই দেখতে চাইছে বিজেপি। আর সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিজেই প্রমাণ করে দিয়েছেন। এতে সুযোগ বাড়ছে বিজেপি।'
আরও পড়ুন, 'পুরুলিয়ায় আক্রান্ত ২৩৭ শিশু, আর উনি এখন নির্বাচনে ব্যস্ত', মমতাকে তোপ শুভেন্দুর
এদিকে কুণাল ঘোষ বলেছেন, 'উত্তর কলকাতার জেলা তৃণমূলের কর্মী সম্মেলন ছিল। সেখানে লোকসভায় আমাদের দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায় বুঝিয়েই বলেছেন , যে এটা একটা বিশ্লেষণ মাত্র। কংগ্রেস বা রাহুল গান্ধীকে অসম্মান করার কোনও প্রশ্নই উঠছে না। কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিকল্পের কথাই বলেননি। বলা হয়েছে যে, রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হিসাবে মানুষ গ্রহণ করছেন না। তিনি এখনও প্রস্তুত নন।'
আর এরপরেই ফের অধীর ক্ষোভ উগরে বলেছেন রাহুল গান্ধী যোগ্য না অযোগ্য সেটা নিশ্চয় তৃণমূলের মুখপত্র ঠিক করে দিতে পারে না। আমি একবারও বলছি না, মমতা বন্দ্য়োপাধ্যায়ের যোগ্যতা নেই। কিন্তু কে পারবে, আর কে পারবে না, তা বিচার করার দায়িত্ব একটা পার্টির মুখপত্রের কখনই হতে পারে না। ভোট চব্বিশে। আর এখন থেকেই উনি যদি বলতে শুরু করেন আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, তাহলে লোকে হাসবে। বলবে, গাঁয়ে মানে না, আপনে মোড়ল। বাংলা কংগ্রেসের তরফে আমি এই মতের তীব্র বিরোধীতা করছি।'
প্রসঙ্গত, শুক্রবার জাগো বাংলার প্রথম পাতার প্রতিবেদনে সাফ বলা হয়েছে, কংগ্রেসকে বাদ দিয়ে আমরা কখনওই বিজেপি বিরোধী বিকল্প করছি না। কিন্তু রাহুল গান্ধী এখনও নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হয়ে উঠে পারেননি। দেশে বিকল্প মুখ মমতা বন্দ্য়োপাধ্যায়। আমরা বিকল্প হিসেবে জননেত্রীর মুখ সামনে রেখেই গোটা দেশে প্রচার শুরু করব । উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভাতেও এমনই ঘোষণা করা হয়েছে। আর এরপরেই সরগরম রাজ্য-রাজনীতি।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা