সংক্ষিপ্ত

  •  'এ সুটেবল বয়' ইস্যুতে বিজেপিকে  তোপ মহুয়ার
  •  ছবিতে মন্দিরের মধ্যে চুম্বন দৃশ্যে আপত্তি বিজেপির
  •  অভিযোগ, হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে 
  • 'খাজুরাহো মন্দিরের গায়ে ওগুলো কী',খোঁচা মহুয়ার 


ফের বিজেপিকে তোপ মহুয়ার। বিক্রম শেঠের লেখা অবলম্বনে মীরা নায়ারের পরিচালিত 'এ সুটেবল বয়' ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র।  প্রসঙ্গ তুলে মধ্যপ্রদেশের খাজুরাহোর মন্দিরের যৌন মিলনের ছবি পোস্ট করেন তিনি।

 

আরও পড়ুন, 'বাইক ট্য়াক্সিতে তরুণীকে অশ্লীল প্রশ্ন' থেকে নগ্ন ভিডিও প্রকাশ, রইল 'রাতের কলকাতা'র ৫ কাহন

 

 

'মন্দিরে চুম্বন -হিন্দু ভাবাবেগে আঘাত'

উল্লেখ্য, বিক্রম শেঠের লেখা অবলম্বনে মীরা নায়ারের পরিচালিত 'এ সুটেবল বয়' ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সেখানে ছবির ভিতরে একটি মন্দিরের মধ্যে চুম্বনে লিপ্ত হয় এক হিন্দু তরুণী এবং এক মুসলিম যুবক। এদিকে হিট ওয়েবসিরিজটি লাভ জেহাদকে সমর্থন করছে বলে বড়সড় অভিযোগ ওঠে।  আরও অভিযোগ, হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। এরপরেই জল গড়ায় অনেক দূর।উত্তেজনা ছড়িয়ে পড়তেই মধ্যপ্রদেশের রেওয়া থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার নেতা গৌরব তিওয়ারি।  চুম্বন দৃশ্যটি সরিয়ে নিয়ে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। 

 

আরও পড়ুন, 'ইশকওয়ালা ফুড', শীতে মুড বদলাতে এখনই বেরিয়ে পড়ুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ

 

 


'তাহলে খাজুরাহো মন্দিরের গায়ে ওগুলো কী'


বৃহস্পতিবার 'এ সুটেবল বয়' ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র।  তিনি টুইট খোঁচা দিয়ে বলেন, 'মধ্যপ্রদেশের পুলিশ নেটফ্লিক্স ওয়েবসিরিজ খতিয়ে দেখবেন যে, হিন্দু ধর্মের ভাবাবেগে কোনও আঘাত আনা হয়েছে কিনা। তাহলে খাজুরাহো মন্দিরের গায়ে ওগুলো কী', তোপ দাগেন মহুয়া।


 আরও পড়ুন, বেড়িয়ে পড়ুন বড়ন্তি, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গার রইল হদিশ