সংক্ষিপ্ত

  • বছর ঘুরলেই ২০২১ এর বিধানসভা নির্বাচন 
  •  তার আগে ব্যপক অদলবদল রাজ্য-রাজনীতিতে 
  • 'জীবন থাকতে বিজেপিতে নয়', বলেন সৌগত 
  • অপরদিকে শুভেন্দুর নামে হোডিং পড়ে বাড়ল জল্পনা 

বছর ঘুরলেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। তার আগে ব্যপক অদলবদল রাজ্য-রাজনীতিতে। একদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বাড়ছে জল্পনা। তারই মাঝে তৃণমূলের নেতা তথা সাংসদ সৌগত রায়ের নাম জড়াতেই, 'জীবন থাকতে বিজেপিতে নয়' তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংকে।

 

 

আরও পড়ুন, 'প্রশান্ত কিশোর তাহলে কোথাকার', ব্রাত্যের 'বহিরাগত' তকমার পাল্টা প্রশ্ন দিলীপের

 

'সৌগত রায় সহ ৫ জন তৃণমূল সাংসদ অপেক্ষা করছেন বিজেপিতে যোগদান করার জন্য', অর্জুন সিং 

সৌগত রায় জানিয়েছেন, 'তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদ বিজেপিতে যোগদান করছেন বলে যে দাবি অর্জুন সিং করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।' এই ধরনের মন্তব্যকে তিনি কোনওভাবেই সমর্থন করেন না বলে দাবি করেছেন সৌগত রায়। প্রসঙ্গত শনিবার সকালে নিজের লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, 'সৌগত রায় সহ ৫ জন তৃণমূল সাংসদ অপেক্ষা করছেন বিজেপিতে যোগদান করার জন্য।'  অর্জুন সিং এর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। 

 

 

আরও পড়ুন, 'আয়ুষ্মান ভারত প্রকল্পের ৬ হাজার কোটি গেল কোথায়', বিজেপিকে প্রশ্ন চন্দ্রিমার

কলকাতায় শুভেন্দুর নামে হোডিং

অন্যদিকে, কলকাতায় শুভেন্দু অধিকারীর নামে হোডিং দেওয়া সম্পর্কে সৌগত রায় জানিয়েছেন, 'এই সম্পর্কে তিনি শুনেছেন তবে কে বাবা কারা এই হোডিং কিংবা পোস্টার দিয়েছে তা তিনি জানেন না'। মুখে না বললেও কলকাতায় শুভেন্দুর নামে হোডিং যে তৃণমূলের অসস্তি বাড়াল তা বলার অপেক্ষা রাখে না।