সংক্ষিপ্ত

  •  নতুন বছরে ঘন কুয়াশার সঙ্গেই সূর্যোদয় হয়েছে
  • কলকাতায় আজ সারাদিন আকাশ  পরিষ্কার থাকবে
  • বৃহস্পতিবার থেকে কলকাতা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা
  • বৃষ্টি থেমে যাবার পর আবার একবার নামতে পারে পারদ

বর্ষবরন হল কনকনে ঠান্ডা দিয়েই। উৎসবের আমেজ থাকায়, হিমেল হাওয়াও কাবু করতে পারেনি কলকাতাবাসীকে। নতুন বছরে ঘন কুয়াশার সঙ্গেই সূর্যোদয় হয়েছে। শহর কলকাতা  মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন টানা শীত চলবে। নতুন বছরের শুরুতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আবারও একবার রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যদিও আজ ১ জানুয়ারি সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে।

 

 

আরও পড়ুন, কাকভোর থেকে ভিড় দক্ষিণেশ্বরে, কল্পতরু উপলক্ষ্যে অতিরিক্ত দুই ট্রেন

কলকাতায় আজ সারাদিন আকাশ  পরিষ্কার থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.১  ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৪  ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১২.১   ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৬ শতাংশ। তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। ৩ ও ৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা প্রবল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। সামান্য তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুন, নতুন বছরের প্রথম দিনেই বাড়ল রেলের ভাড়া, এক নজরে দেখে নিন বর্ধিত ভাড়ার তালিকা

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলা কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির কারণে হাওয়ায় আর্দ্রতাও রয়েছে অনেক বেশি। এর ফলে সকালের দিকে কুয়াশা হচ্ছে। তবে দিনের বেলায় উত্তুরে হাওয়ার গতি বাড়লে কনকনে ভাবও বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ডেও। বৃষ্টির পর ফের একবার নামতে পারে পারদ।‌‌