সংক্ষিপ্ত

মেয়ের কাতর অনুরোধ উপেক্ষা করেও বিশৃঙ্খল আচরণ করে গিয়েছেন সুমিত। যদিও ভাইরাল ভিডিও নিয়ে মুখে কুলুপ সুমিত চক্রবর্তীর। এদিকে গতকাল থেকেই এই ভিডিও ঘুরছে উত্তরপাড়ার আনাচে-কানাচে। 

মত্ত অবস্থায় আন্ডারপ্যান্ট পরে বাড়িতে সুপারম্যান তৃণমূল নেতা। সুমিত চক্রবর্তী নামে এই তৃণমূল নেতার বাড়ি উত্তরপাড়ায়। সুমিত চক্রবর্তীর এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। অভিযোগ, মাঝেমধ্যেই মত্ত অবস্থায় বাড়িতে ফিরে অশ্রাব্য গালিগালাজ করেন এই তণমূল নেতা। স্ত্রী ও কন্যার উপরে প্রায়শই মানসিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে। তবে সুমিত চক্রবর্তীর ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করা যায়নি। কবে সুমিতের এই  ভিডিওটি তোলা হয়েছে তা জানা যায়নি। তবে ভিডিও-তে পরিষ্কার স্ত্রী ও মেয়েকে অশ্লীলভাষায় কথা বলছেন। মেয়ের অনলাইনে পরীক্ষা চলছিল এমন কথোপকথন ভিডিও-তে। মেয়ের কাতর অনুরোধ উপেক্ষা করেও বিশৃঙ্খল আচরণ করে গিয়েছেন সুমিত। যদিও ভাইরাল ভিডিও নিয়ে মুখে কুলুপ সুমিত চক্রবর্তীর। এদিকে গতকাল থেকেই এই ভিডিও ঘুরছে উত্তরপাড়ার আনাচে-কানাচে। 

আরও পড়ুন- দেখুন তৃণমূল নেতার ভাইরাল ভিডিও
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের উত্তরপাড়া কোতরং পৌরসভা নির্বাচনে ১৮ নং ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী হয়েছেন সুমিত চক্রবর্তী ওরফে টুকাই। এমনকী তাঁর সমর্থনে দলের তরফে ইতিমধ্যেই দেওয়াল লিখন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এবার এই প্রভাবশালী নেতার এই ধরণের নক্কারজনক ভিডিও বাইরে বেরিয়ে পড়াতে নতুন করে শুরু হয়ে গিয়েছে শোরগোল। রাজনৈতিক মহলেও  চলছে চাপানউতর। এমনকী ভোটের ময়দানে তাঁর এই আচরণ কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। তবে অসমর্থিত সূত্রে, এই ভিডিওটি আদপে ২০১৯ সালের শেষ দিকের। ওই সময় তাঁর স্ত্রী নির্যাতনের বিষয়ে পুলিশের সাথে কথা বলতে না পেরে ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠায়। বর্তমানে সেই ভিডিওই কোনও ভাবে নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে সুমিতের নামে থানায় এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে এর আগে গত বছরের শুরু কাটোয়ার দাঁইহাটে তৃণমূল নেতা তথা পুরপ্রশাসকের ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, ওই ভিডিওয় মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ করতে দেখা গিয়েছে, দিয়েছেন জেল খাটানোর হুমকিও। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন- সাহস থাকলে সিবিআই তদন্ত টাক রাজ্য, আনিস কাণ্ডে মমতাকে তোপ দিলীপের

আরও পড়ুন- কতটা শান্তিপূর্ণ ভোট হল উত্তরপ্রদেশে, তৃতীয় দফার নির্বাচন শেষে পাল্লা ভারী কার

মত্ত অবস্থায় থাকার কথা অস্বীকার করলেও, আচরণের জন্য পরবর্তীতে দুঃখপ্রকাশ করতে দেখা যায় অভিযুক্তকে। এই ঘটনাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। অন্যদিকে গত বছরই দলীয় দফতরে বসে মদ্যপানের অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের কাঁথির এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মত্ত অবস্থায় চটুল গানের তালে উদ্দাম নৃত্যে মশগুল হতে দেখা যায় কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অসিত গিরি। যে ঘটনাতেও ব্যাপক সাড়া পড়ে যায় জেলার রাজনৈতিক ময়দানে। মুখ পোড়ে ঘাসফুল শিবিরের। 

আরও পড়ুন- আনিস মৃত্যুতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, কবে শুরু হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

আরও পড়ুন- নয়া শিক্ষানীতির বাস্তবায়নে ব্যাপক ভাবে সাহায্য করবে এবারের বাজেট, দাবি মোদীর