সংক্ষিপ্ত
- ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব
- এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ
- মাঝরাতে বোমাবাজি করে দুষ্কৃতীরা
- ঘটনার জেরে এলাকায় আতঙ্ক
শুভজিৎ পুততুণ্ড,বারাসত-কাজের বরাত নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জের। এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ। শুধু তাই নয়, আজ সকালেও এলাকা থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিবেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-আল-কায়দা জঙ্গি যোগের পর কড়া নজর মুর্শিদাবাদে, সীমান্তে ঘাঁটি গেড়ে তদন্ত NIA-র
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নিউটাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানাগেছে এধি মাঝরাতে বুথ সভাপতি বাবলু মোল্লার বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ,এলাকায় কাজের বরাত নিয়ে গন্ডগোল চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে। জানাগেছে, কাজের বরাতের নিয়ে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর ও তাপস চ্যাটার্জীর অনুগামীদের মধ্যে ঝামেলা হয়। এলাকার কাজ করছিল বুথ সভাপতির অনুগামীরা। এর জেরে তাপস চ্যাটার্জীর অনুগামীরা এদিন মাঝরাতে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ।
আরও পড়ুন-ফের বিজেপির শুভেন্দু-বোমা, তৃণমূল ছাড়ছেন 'জননেতা' লকেট-অর্জুনের পর এবার কৈলাস
ঘটনার পর এলাকায় তদন্তে নামে পুলিশ। আজ সকালে সাপুরজি এলাকায় তিনটি তাজা বোমা উদ্ধার হয়। একদলের অনুগামীর অভিযোগ, পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। এদিন রাতে ব্যাপক বোমাবাজির জেরে আতঙ্ক রয়েছেন এলাকাবাসী। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।