সংক্ষিপ্ত
- বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট
- অতিরিক্তি সরকারি-বেসরকারি বাস নামানোর পরিকল্পনা
- সমস্য়ায় পড়লে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন
- 'ধর্মঘটে ক্ষতি হলে বিমার বিষয়টি সরকারকে দেখতে হবে'
বৃহস্পতিবার সারা ভারত জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট। বৃহস্পতিবার প্রয়োজনীয় কাজে বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়, তাই পথে প্রায় দেড় হাজার সরকারি বাস পাশপাশি প্রায় চার হাজার মতো বেসরকারি বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন, জাঁকিয়ে শীত কলকাতা সহ রাজ্যে, ওদিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার
বৃহস্পতিবার ২৪ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম
বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট পালিত হবে দেশজুড়ে। ওইদিন সরকারি-বেসরকারি অতিরিক্ত বাস চালানোর পাশপাশি রাস্তায় পাওয়া যাবে অটো, ট্য়াক্সি, ক্য়াব। রাস্তায় বেরিয়ে যানবাহন না পেয়ে ভোগান্তি শিকার হলে রাজ্য পরিবহণ দফতরের কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে জানাতে পারেন যাত্রীরা। এর জন্য ২৬ তারিখ বৃহস্পতিবার ২৪ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম।
আরও পড়ুন, জীভে জল আনা কলকাতার সেরা স্ট্রীট ফুড, শীতের আমেজে বেরিয়ে পড়ুন শহরের এই ঠিকানায়
'বাস ভাঙচুর হলে তার বিমার বিষয়টি সরকারকে দেখতে হবে'
তবে বামপন্থী ট্য়াক্সি সংগঠন জানিয়েছে, তাঁরা গাড়ি রাস্তায় নামাবে না। ২৬ তারিখ বৃহস্পতিবার পরিবহণ ব্যবস্থা সচল রাখতে কী ব্য়বস্থা নেওয়া হবে, এনিয়ে মঙ্গলবার বাস-অটো-ট্য়াক্সি-ট্রাক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন পরিবহণ দফরের কর্তারা। সংগঠনের বেশির প্রতিনিধিরাই জানিয়েছেন, তাঁরা ধর্মঘটের দিন রাস্তায় বাস নামাবেন। তবে তাঁদের বক্তব্য, বাসের চাবি থাকে শ্রমিকদের হাতে, তাঁরা কাজে যোগ দিলেই বাস চলবে। তবে ওই বাস ভাঙচুর হলে তার বিমার বিষয়টি সরকারকে দেখতে হবে।
আরও পড়ুন, শীতে কলকাতায় ঘোরার সেরা জায়গা, কমলালেবু খেতে খেতে বেড়িয়ে আসুন এই ঠিকানায়