সংক্ষিপ্ত

গাঙ্গেয় উপত্যকায় নিম্নচাপ সৃষ্টি

প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায়

বৃষ্টি থাকবে শনি ও রবিবারও

কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি ও তাপমাত্রা 

শুক্রবার গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে সৃষ্টি হল ওপর এক নিম্নচাপ। তার জেরেই এদিন দুপুর থেকে ভাসল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। নিম্নচাপের জেরেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন কলকাতা আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। 

শুক্রবার বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ ভার হয়ে আসে। তবে সকালের দিকে তাপমাত্রার পারদ কম থাকলেও মেঘলা আকাশ থাকার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভুত হয়। দুপুরের পর থেকেই আকাশ কালো হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি শুরু হয় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমী বায়ুও সক্রিয় অবস্থাতে এখন অবস্থান করছে। এর জেরেই বৃষ্টি বলে জানান হয় আবহাওয়া দফতর থেকে। 

আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা! পাঁচিল ভেঙে পুলিশি হেফাজতে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

বৃষ্টির পরিস্থিতি থাকবে আগামী ৪৮ ঘন্টা। এই সময় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। তবে এবারের বৃষ্টির ঘাটতির জন্য পুজোর সময়ে ভোগান্তি রয়েছে কি না সেই নিয়ে বাঙালির কপালে ভাঁজ পড়েছে।