সংক্ষিপ্ত

  • কালীপুজোতে বৃষ্টি হবে না
  • পূর্বাভাস দিল হাওয়া অফিস
  • গোটা রাজ্যেই কমবে বৃষ্টি
     

অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোয় বৃষ্টির আর সম্ভাবনা নেই। রবিবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজ্যের কোথাওই বৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছেন আবহবিদরা। 

শনিবারও কলকাতা- সহ সংলগ্ন এলাকা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং- সহ পাঁচটি জেলাতেও হাল্কা বৃষ্টিপাত হতে পারে। তবে কালীপুজোর দিন থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

আবহবিদ উমাকান্ত সাহা এ দিন জানিয়েছেন, পশ্চিম অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও সেখান থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা থাকার কারণেই শনিবার রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই পরিস্থিতির উন্নতি হবে। 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোটা রাজ্য়েই কালীপুজোর আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পুজোর প্রস্তুতিও প্রায় থমকে গিয়েছিল। ফলে চিন্তায় পড়েছিলেন উদ্যোক্তারা। একই ভাবে প্রভাব পড়েছিল ধনতেরাসের বাজারেও। হাওয়া অফিসের এ দিনের পূর্বাভাসে তাই অনেকটাই স্বস্তি মিলল।