সংক্ষিপ্ত

  • কলকাতা সহ দক্ষিণ বঙ্গে হালকা মাঝারি বৃষ্টি
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা 
  •  কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না 
  • মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 


বুধবার সারাদিনই আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে,  বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টি হওয়ার কথা কোচবিহার এবং দার্জিলিংয়ের একাংশে। তবে রাত পেরোলেই ভারী বর্ষণে ভাসতে চলেছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন, মাস্ক মুখেই হাসি, আজই থেকেই চালু শহরের শপিংমল 

 

 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন,'গতকাল উত্তর প্রদেশ এর উপরের নিম্নচাপ এখন আর নেই। ওটা এখন দুর্বল হয়ে গেছে। কিন্তু নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণীবর্ত ওখানে অবস্থান করছে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের উপর থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া বাংলা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ১৬ তারিখ দক্ষিণবঙ্গের উপকূল এর জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপংয়ে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ১৮ তারিখ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। ১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।  তবে কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না। সর্বোচ্চ তাপমাত্রা ২৯  ডিগ্রি সেলসিয়ার্স এবং সর্বোনিম্ন তাপমাত্রা ২৫  ডিগ্রি সেলসিয়ার্সের আশেপাশে থাকবে। ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। তার কারণ মৌসুমী অক্ষরেখা শক্তি বাড়াবে।'

 

 

আরও পড়ুন, আজ হেমন্ত মুখোপাধ্যায়ের ১০১ তম জন্মদিন, আরও একবার হারমোনিয়ামে হারাবে বাঙালি 


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৫.১ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮  শতাংশ এবং সর্বনিম্ন ৮৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৩ ডিগ্রী।  অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪  শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ বডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৯ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১  শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।