সংক্ষিপ্ত

  • শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে  
  • আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ডিগ্রি সেলসিয়াস 
  • বৃহস্পতিবার-শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্য়ে 
  • কলকাতার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯১ শতাংশ  

  শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। যার জেরে বেলা বাড়লে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ হতে পারে ঝড় বৃষ্টি। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। দুই ক্ষেত্রেই যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।

 

 

আরও পড়ুন, করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা, প্রতিটি হাসপাতালে ৬ সদস্যের মেডিকেল বোর্ড

শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।এবং সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ৩২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৬ শতাংশ। গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবাবিকের থেকে এক ডিগ্রি কম।

আরও পড়ুন, পাশ করলেই খুলবে দরজা, নবান্নে বসল নয়া মেশিন


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ হতে পারে ঝড় বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ঝাড়গ্রামে। ইতিমধ্য়েই ফের পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে জম্মু-কাশ্মীরে। উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তার প্রভাব পড়বে।  বঙ্গোপসাগরে তৈরি হবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যার ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। যার প্রভাবে থেকে ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড়, মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস রড়েছে।

আরও পড়ুন, আপাতত স্বস্তি, করোনা আক্রান্তের বাবা-মায়ের রিপোর্ট নেগেটিভ