সংক্ষিপ্ত

 

  •  শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে 
  • বৃষ্টিপাতের পূর্বাভাস  কলকাতা সহ রাজ্য়ে  
  •   যশের হাত ধরেই রাজ্যে ঢুকছে বর্ষার রেশ 
  • পাল্টে গিয়েছে রাজ্যের বরাবরের আবহাওয়া 

 

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্য়ে। উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।  ঘূর্ণিঝড় যশের পর কলকাতার তাপমাত্রা আচমকা বেড়ে গেলেও গত কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি ফিরেছে ফের কলকাতায়। 

আরও পড়ুন, 'ভ্যাকসিন অন হুইলস', করোনা মোকাবিলায় একাধিক নয়া উদ্য়োগ কলকাতা পুরসভার


আবহাওয়া দফতর  জানিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস  কলকাতা সহ রাজ্য়ে। হাওয়া অফিস জানিয়েছে, কেরলে মৌসুমী বায়ু যথাসময়ে প্রবেশ করলেও বর্ষা এবার রাজ্যে আসবে হয়ত একটু আগে। অর্থাৎ নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা আসে ২২ মে। এবছর ঘূর্ণিঝড়ের প্রভাবে নির্ধারিত সময়ের একদিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে যেতে পারে , এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। উল্লেখ্য,  যশের হাত ধরেই রাজ্যে ঢুকছে বর্ষার রেশ। যদিও ভারতের বুকে এখনও প্রবেশ করেনি বর্ষা, তবে দোর গোড়ায় দাঁড়িয়ে প্রহর গুণছে, ঠিক সেই সময়ই নানা ঘুর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতিতে পাল্টে গিয়েছে রাজ্যের চেনা আবহাওয়া। সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়, পাশাপাশি কলকাতাতে এদিন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে নেমে আসে।  

আরও পড়ুন, Live Covid- কোভিডে সংক্রমণ-মৃত্যু দুইই কমল রাজ্যে, কলকাতায় ব্ল্যাক ফাংগাসে বলি আরও ১  


  আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.২ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ডিগ্রি সেলসিয়ার্স।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৩ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.৩ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।