সংক্ষিপ্ত
- সোমবার আচমকাই নামল তাপমাত্রার পারদ
- মঙ্গলবার কিছুটা বাড়ল তাপমাত্রা
- পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত
- কয়েক জায়গায় বেড়েছে তাপমাত্রা
সপ্তাহের প্রথম দিনে অব্য়াহত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রার কিছুটা বাড়লে কনকনে শীতের আমেজ রয়েছে। কলকাতা ও সন্নিহিত অঞ্চলে শীতের আমেজ অব্য়াহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-'বিশ্বভারতীর পাগল ভিসি, পাগলামি না ছাড়লে পতাকা লাগাব', বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ছিল এই মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আজও মোটামুটিভাবে একই তাপমাত্রা বিরাজ করেছে। সকালের দিকে কনকনে ঠান্ডার আমেজ। কলকাতা লাগোয়া শহরগুলিতে তাপমাত্রা রয়েছে ১৪-১৫ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, বিভিন্ন জেলার তাপমাত্রা ১১-১২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে। তবে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপমাত্রার পারদ প্রায় ১০ ডিগ্রির কাছাকাছি।
আরও পড়ুন-কাঁথিতে তৃণমূলের মিছিল, জবাব দিতে পালটা মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু
উত্তুরে হাওয়ার মতিগতির উপর পারদের ওঠানামা নির্ভর করে। কনকনে শীতের আমেজ আপাতত চলবে। আজ তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত জারি থাকবে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই শীতের প্রভাব অব্য়াহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়া সক্রিয় থাকার কারনে দিনের বেলা রোদ থাকলেও শীতের দাপট আপাতত জারি থাকবে।