সংক্ষিপ্ত
সোমবার শহরের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে মেঘ সরিয়ে নীলচে আকাশ শহর ও পার্শ্ববর্তী এলাকায়।হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স।
সোমবার শহরের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। গত সপ্তাহের বৃষ্টি পেরিয়ে এই মুহূর্তে মেঘ সরিয়ে নীলচে আকাশ শহর ও পার্শ্ববর্তী এলাকায়।হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার (Clear Sky)।এবং ফের তাপমাত্রা কমার ইঙ্গিত। ফিরবে শীতের আমেজ। কলকাতায় সকালে সামান্য কুয়াশাও পরে পরিষ্কার আকাশ। এক রাতেই তাপমাত্রা নামল তিন ডিগ্রির বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স।
রাতের তাপমাত্রা নামল অনেকটাই
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা নামল অনেকটাই। ফিরল শীতের আমেজ। নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদে এদিনও বৃষ্টির সম্ভাবনা। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, রাজ্যে বৃষ্টিতে আবার চাষবাসের ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী দু-তিন দিনে আরো কিছুটা তাপমাত্রা কমবে। সকালে জমিয়ে শীতের আমেজ আরো কিছুদিন। গত সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিল। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। রবিবারের পর থেকেই পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা আরও নামবে ফিরবে শীতের আমেজ। অপরদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই আবহাওয়ার পরিবর্তন। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা বাড়বে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার দাপট। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন, 'শুধু আপনার জন্যই গাইব', স্টুডিও-র সঙ্গে ঝগড়া সত্ত্বেও হেমন্তের জন্যই গান গেয়েছিলেন লতা
রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি
হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত। ফিরবে শীতের আমেজ। কলকাতায় সকালে সামান্য কুয়াশাও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ফিরল হালকা শীতের আমেজ। এক রাতেই তাপমাত্রা নামল তিন ডিগ্রির বেশি। রবি সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৪৪ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। সর্বনিম্ন ৩৬ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।