সংক্ষিপ্ত

এদিন দুপুর ১টা নাগাদ মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

একাধিক ঘটনাবহুলতার কারণে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে ইএম বাইপাস সংলগ্ন ধাপার মাঠ। এবার ফের সেখানে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (woman dead body found in Dhapa)এদিন দুপুর ১টা নাগাদ মৃতদেহটি দেখতে পান প্রগতি ময়দান থানা এলাকার স্থানীয় বাসিন্দারা। তারপরই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ধাপা সংলগ্ন পুকুরের পাশে পড়েছিল দেহটি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারাই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে (body was recovered and sent for Post-mortem)। 

তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সেই ক্ষেত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পরেই গোটা ছবিটা স্পষ্ট হবে বলে মত তদন্তকারী পুলিশ আধিকারিকদের। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন রাস্তা থেকে কিছুটা দূরেই জলাশয়ে কচুচিপানার মধ্যে ওই মহিলার দেহ প্রথমে ভাসতে দেখা যায়। কিছু সময় পরে তা পাড় সংলগ্ন এলাকায় চলে আসে। ওই মহিলার বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর বলে দাবি স্থানীয়দের।   এদিকে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ইতিমধ্যেই জোরকদমে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। এদিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই জলাশয়। সেখানেই দিনেদুপুরে এই ভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন- শুধু রবি বিষ্ণোই একা নয়, অভিষেকেই ম্য়াচের সেরা হয়েছেন মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার

আরও পড়ুন- গুগল পে থেকে ইন্সট্যান্ট ঋণ নিতে চান, জেনে নিন কীভাবে পাবেন

ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা সবাই কাজ শেষ করে ফিরছিলাম তখনই ঘটনার কথা শুনতে পাই। সবাই বলতে থাকে ঝিলে একটা মরা পড়ে রয়েছে। তখনই আমরা ছুটে আসি। পরে পুলিশও চলে আসে।” বর্তমানে দেহ ময়নাতন্দে পাঠানোর পর প্রাথমিক তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকেরা। সেই সঙ্গে লালবাজারে হোমি সাইড শাখার সঙ্গেও রাখা হয়েছে যোগাযোগ। সম্পর্কের জটিলতা, প্রতারণা, নাকি অন্য কোনও কারণেই জন্য খুন তা প্রাথমিক তদন্ত শেষ হলেই জানা যাবে।

আরও পড়ুন- ক্যাফেতে তোলাবাজি সামনে আনল তৃণমূলের কোন্দল, বন্ধ হল যোধপুর পার্ক উৎসব

আরও পড়ুন- হানিমুন প্ল্যানিং করছেন, ডেস্টিনেশন হতেই পারে ট্রেন্ডিং লোকেশন আলিবাগ