মহাশক্তির আদিরূপ দেবী জগদ্ধাত্রীর বাংলায় আরাধনার সূচণা কবে থেকে? কীভাবে সম্পন্ন হয় দেবীর আরাধনাদেবী জগদ্ধাত্রী, মহাশক্তির এক রূপ, সপ্তমী, অষ্টমী ও নবমীতে পূজিত হন। নদীরাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকে জনপ্রিয় এই পূজা, দুর্গাপূজার এক মাস পরে অনুষ্ঠিত হয় এবং সিদ্ধি অর্জনে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।