সংক্ষিপ্ত

চুইংগাম, ছোট বাচ্চা থেকে বড়দের সবারই প্রিয়। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত চুইংগাম কাপড়ে লেগে যায়। এই লেগে যাওয়া চুইংগাম কিভাবে সরাবেন জেনে নিন।

চুইংগাম, ছোট বাচ্চা থেকে বড়দের সবারই প্রিয়। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত চুইংগাম কাপড়ে লেগে যায়। এই লেগে যাওয়া চুইংগাম কিভাবে সরাবেন জেনে নিন।

কেউ স্টাইলের জন্য আবার কেউ মাউথ ফ্রেশনার হিসেবে চুইংগাম ব্যবহার করেন। তবে যেখানে সেখানে চুইংগাম ফেলে দেওয়ার ফলে নানা সমস্যা দেখা দেয়। রাস্তায় ফেলে দেওয়া চুইংগাম ছোট পাখির মতো প্রাণীরা খেয়ে প্রাণ হারাতে পারে। এছাড়াও মানুষেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তায় ফেলে দেওয়া চুইংগাম জুতোয় লেগে অস্বস্তির কারণ হয়।

পোশাকেও লেগে যেতে পারে

অনেকে কৌতুক করে টেবিল, চেয়ার, বাসের সিটে চুইংগাম লাগিয়ে দেন। অন্য কেউ না বুঝে সেখানে বসলে চুইংগাম পোশাকে লেগে যেতে পারে। একবার লেগে গেলে সহজে ছাড়ানো যায় না। যতই ধোয়া হোক না কেন, চুইংগাম সহজে ছাড়ে না। ফলে পোশাক নষ্ট হয়ে যায়। কাপড়ে লেগে থাকা চুইংগাম ছাড়ানোর কিছু উপায় আছে।

ইস্ত্রি করা

ইস্ত্রি ব্যবহার করে কাপড়ে লেগে থাকা চুইংগাম ছাড়ানো যায়। প্রথমে ইস্ত্রি গরম করতে হবে। তারপর চুইংগাম যেখানে লেগেছে তার পিছনে ইস্ত্রি করতে হবে। এতে চুইংগাম গলে যাবে। তারপর কাপড় উল্টে হাত দিয়ে টান দিলে চুইংগাম ছাড়িয়ে যাবে।

ভিনেগার ব্যবহার

একটি পাত্রে ভিনেগার নিয়ে গরম করতে হবে। তারপর চুইংগাম লাগানো জায়গাটি ভিনেগারে ডুবিয়ে রাখতে হবে দুই মিনিট। এরপর টুথব্রাশ দিয়ে ঘষলে চুইংগাম ছাড়িয়ে যাবে।

রাব্বিং অ্যালকোহল ব্যবহার

স্পঞ্জের উপর কিছু রাব্বিং অ্যালকোহল ঢেলে চুইংগাম লাগানো জায়গায় ঘষতে হবে। রাব্বিং অ্যালকোহল চুইংগামের সাথে মিশে যাবে। এরপর একটি চামচ দিয়ে চুইংগাম উঠিয়ে ফেলতে হবে।

হেয়ার ড্রায়ার ব্যবহার

হেয়ার ড্রায়ার চালু করে চুইংগাম লাগানো জায়গায় ধরতে হবে। এরপর সেখানে কিছু পানি ছিটিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ করলে চুইংগাম শুকিয়ে যাবে এবং সহজেই ছাড়িয়ে যাবে।