সংক্ষিপ্ত
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ জমে উঠেছে। চতুর্থ দিন প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর ভালোভাবেই লড়াইয়ে আছে ভারতীয় দল।
মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৫৩। ভারতের চেয়ে এখন ১৫৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ক্রিজে মার্নাস লাবুশেন (২০) ও স্টিভ স্মিথ (২)। দুই ওপেনার স্যাম কনস্টাস (৮) ও উসমান খাজা (২১) আউট হয়ে গিয়েছেন। প্রথমে কনস্টাসকে বোল্ড করে দেন জসপ্রীত বুমরা। এরপর খাজাকে বোল্ড করে দেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় সেশনে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের বাকি ৮ উইকেট তুলে নেওয়াই বুমরা-সিরাজদের লক্ষ্য থাকবে। অস্ট্রেলিয়ার লিড যত বাড়বে ততই ভারতের ব্যাটারদের উপর চাপ বাড়বে। এই কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দেওয়াই ভারতের ব্যাটারদের লক্ষ্য।
রবিবার সকালে ভারতের পেসারদের দাপট
মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিশেষ সুযোগ দেননি ভারতের পেসাররা। শুরুতেই কনস্টাসকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন বুমরা। এরপর কিছুটা লড়াই করেন খাজা ও লাবুশেন। খাজাকে ফিরিয়ে অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় ধাক্কা দেন সিরাজ। দ্বিতীয় সেশনে লাবুশেন-স্মিথ জুটি ভাঙাই ভারতীয় দলের প্রথম লক্ষ্য। এরপর ট্রেভিস হেডকেও দ্রুত আউট করে দিতে হবে। তাহলে ভালো জায়গায় পৌঁছে যাবে ভারত।
আকাশ দীপের ভালো বোলিং
রবিবার প্রথম সেশনে ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বুমরা। ৭ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সিরাজ। উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন আকাশ দীপ। ৯ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ২০ রান দিয়েছেন এই পেসার। দ্বিতীয় সেশনে আরও ভালো বোলিং করাই আকাশ দীপের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মেলবোর্নে জয় অধরা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে ভারত?
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে ভারত, দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় বুমরা
বৃহস্পতিবার শুরু বক্সিং ডে টেস্ট, কপিল দেবের একাধিক রেকর্ড ভাঙার মুখে জসপ্রীত বুমরা