কাপলদের প্রথম ডেটের খরচ দেবে সরকার! অদ্ভুত সব নিয়ম নিয়ে তৈরি হল 'সেক্স মন্ত্রক'!রুশিয়ায় ক্রমহ্রাসমান জন্মহার নিয়ে উদ্বিগ্ন সরকার তহবিলের মাধ্যমে তরুণদের সম্পর্ক গড়তে ও সন্তান জন্মদানে উৎসাহিত করার জন্য 'সেক্স মন্ত্রণালয়' গঠনের কথা ভাবছে। ডেটিং, হানিমুন এবং সন্তান লালন-পালনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন।