সন্তানকে মানুষ করার সময় এই ৫টি ভুল কোনও ভাবেই করবেন না বাবা-মায়েরা, রইল টিপসবর্তমান ব্যস্ত জীবনে মা-বাবারা সন্তান লালন-পালনে অনেক সাধারণ ভুল করে বসেন, যেমন তুলনা করা, অতিরিক্ত আদর, সময় না দেওয়া, এবং ব্যস্ত সময়সূচী। এই ভুলগুলি সন্তানের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।