সংক্ষিপ্ত

  • বাথরুমের কলের মুখ রাখুন উত্তর দিকে মুখ করে
  •  বাথরুমের রঙ  সাদা, গোলাপি,নীল হলে ভাল হয়
  • বৈদ্য়ুতিক যন্ত্র রাখুন দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে 
  • বাথরুমের আয়না রাখুন উত্তর দিকে মুখ করে
     

সুন্দর বাড়ির সঙ্গে সুন্দর বাথরুম হওয়াটাও জরুরী। বিশেষ করে সেটা যদি বাস্তু মেনে হয়, তাহলে বোধয় জীবন আরও সুন্দর হয়। কারন অনেক সময়ই আপনার অজান্তেই , আপনার বাড়ির বাথরুমের বাস্তু দোষ থাকার জন্য়, আপনার পরিবারের অমঙ্গল হয়। তাই কিভাবে আপনি , আপনার বাড়ির বাথরুম  বাস্তুর নিয়ম মেনে সাজাবেন, পরিবারে ভাল দিন ফিরিয়ে আনবেন, জেনে নিন-


১। সবার আগে খেয়াল রাখতে হবে, আপনার বাড়ির বাথরুমের দরজা যেন, পূর্ব দিকে হয়।

২। বাথরুমের জানালা বা ভেন্টিলেটর রাখুন, পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে।

৩। যদি বাথরুমের মধ্য়ে ওয়াসিংমেশিন রাখেন, তাহলে দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে রাখুন। 

৪। আপনার বাড়ির বাথরুমে যে কোনও বৈদ্য়ুতিক যন্ত্র রাখতে হলে, দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে বসান।

৫। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে বানান আপনার বাড়ির বাথরুমের, টয়লেট। 

৬। বাথরুমের কল এবং শাওয়ার রাখুন উত্তর দিকে মুখ করে। বাথটাব রাখুন পশ্চিম দিকে।

৭। আপনাকে অবশ্য়ই  বাথরুমের রঙের দিকেও খেয়াল রাখা উচিত। বাস্তু মতে বাথরুমের রঙ  সাদা, গোলাপি, হালকা নীল দিলে ভাল হয়।

৮।   আয়না রাখুন উত্তর দিকে মুখ করে। এতে আয়নার প্রতিফলিত আলো আপনার জীবনে ভাল প্রভাব ফেলবে।


আশা করা যায়, বাস্তুর এই নিয়ম মেনে গুলি মেনে চললেই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে।