সংক্ষিপ্ত

ইতিমধ্যে দু-তিন দিনের ট্যুর (Tour) প্ল্যান করে ফেলেছেন অনেকেই। আর মার্চ (March) ও এপ্রিল (April) হল পাহাড়ে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তাই দূরে না হোক, একটা দার্জিলিং কিংবা পেলিং-এর ট্যুর হতেই পারে। এই অল্প দিনের ট্যুরের জন্য রইল টিপস (Tips)।

কথাতেই আছে, বাঙালি হল ভ্রমণ (Travel) পিপাসু। এই স্বাভাবের জন্য বছর একটা-দুটো ট্যুর হয়েই যায়। এদিকে এতদিন করোনার জন্য সব বন্ধ ছিল। এখন পরিস্থিত কিছুটা হলেও স্বাভাবিকের পথে। তাই দূরে না হোক, দু-তিন দিনের ট্যুর (Tour) প্ল্যান করে ফেলেছেন অনেকেই। আর মার্চ (March) ও এপ্রিল (April) হল পাহাড়ে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তাই দূরে না হোক, একটা দার্জিলিং কিংবা পেলিং-এর ট্যুর হতেই পারে। এই অল্প দিনের ট্যুরের জন্য রইল টিপস (Tips)। রইল পাঁচটি জিনিসের হদিশ। যা অবশ্যই মাথায় রাখুন ব্যাগ গোছানোর সময়।    

পিরিয়ডসের (Periods) ডেট হয়তো অনেক পরে, তাই বলে মেনট্রুয়াল হাইজিন প্রোডাক্ট (Menstrual Hygiene Products) নেবেন না এমন নয়। রাস্তায় বিপদ হলে সমস্যায় পড়বেন। তাই অবশ্যই ব্যাগে রাখুন পিরিয়ডস কিটস। আপনার না হোক, আপনার বান্ধবীরও তো দরকার হতে পারে। 
 
বিউটি প্রোডাক্ট (Beauty Products) অবশ্যই নেবেন। ঘুরতে যাওয়া মানে কেত দিয়ে একাধিক ছবি তোলা। এই সকল ছবিতে সুন্দর দেখানোটা মাস্ট। তাই অবশ্যই সঙ্গে রাখুন বিউটি প্রোডাক্ট। তবে, এক গাদা জিনিস নিয়ে ব্যাগ ভারী করবেন না। সেখানে মেকআপ করার সময় নাও পেতে পারেন। এমন কিছু প্রোডাক্ট সঙ্গে নিন, তা খুবই প্রয়োজন। এর মধ্যে যেন থাকে ময়েশ্চরাইজার, সানস্কিন, ফাউন্ডেশনের মতো প্রোডাক্ট যেন থাকে।  

পাওয়ার ব্যাংক (Power Bank) অবশ্যই রাখুন সঙ্গে। টেক স্যাভি বাঙালি সবক্ষেত্রেই মোবাইল নির্ভর। বিশেষ করে ঘুরতে গেলে মোবাইলের ওপর ভরসা করি সকলেই। অচেনা রাস্তা চিনতে, গন্তব্যে পৌঁছাতে- সব সময় দরকার মোবাইলের। তাই মোবাইলের চার্জ যেন থাকে সেদিকে খেয়াল রাখুন। ঘুরতে যাওয়ার সময় পাওয়ার ব্যাংক অবশ্যই রাখুন। তা না হলে সমস্যায় পড়তে পারেন।  

সঙ্গে রাখতে বাড়তি একটা জুতো (Shoes)। ঘুরতে গেলে জুতো ছিঁড়ে যেতেই পারে। সেই জুতো সারানো সম্ভব নয়। তাই সমস্যায় পড়ার আগে সতর্ক থাকুন। সঙ্গে বাড়তি জুতো রাখুন। এতে যেমন ঘুরতে যাওয়ার সময় পাল্টে পাল্টে জুতো পরুন। এতে ফ্যাশনও হল, আবার সমস্যা থেকেও বাঁচলেন।  

অবশ্যই আলাদা একটা হ্যান্ডব্যাগ (Hand Bag) নিন। লাগেজ যাই হোক, মেয়েদের একটা আলাদা হ্যান্ডব্যাগ থাকা দরকার। এর মধ্যে টুকিটাকি জিনিস রাখুন। চাবি, মোবাইল চার্জির, রুমাল, ওষুধ রাখুন হাতের কাছে। সব সময় সুটকেশ খোলা সম্ভব হয় না, তাই এই ব্যাগে এগুলো নেওয়া দরকার।  

আরও পড়ুন: আজ তাকে মনে পড়ার দিন, একেবারে অন্য রকম হোক মিসিং ডে, জেনে নিন কী করবেন

আরও পড়ুন: ভারতের অনন্য গ্রাম, যেখানে বেশিরভাগ হয় যমজ সন্তান, হতবাক গবেষকরাও

আরও পড়ুন: লাল ঠোঁটে নজর কাড়ুন সকলের, লিপস্টিক পরার আগে কয়টি জিনিস মাথায় রাখুন