চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফেরাতে বা রুক্ষ ও চুল পড়া কমাতে বাজারচলতি রাসায়নিকযুক্ত সিরামের বদলে, ঘরোয়া উপায়ে তৈরি সিরামগুলো হতে পারে বেশি কার্যকর। কারণ চুলের সৌন্দর্য শুধু রঙ বা স্টাইলেই নয়, ভেতর থেকে প্রাকৃতিক ভাবে ফুটে উঠে চুলের সৌন্দর্য।

আজকাল বাজার চলতি হেয়ার সিরামের ওপর নির্ভরশীলতা বেড়েছে, যাতে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা কমেছে। কারণ বেশিরভাগ সিরামেই মেশানো থাকে রাসায়নিক যা দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি ডেকে আনতে পারে। তবে বাড়িতে প্রাকৃতিক প্রসাধনীতে চুলের যত্নে আপনিও যদি হিমশিম খেয়ে থাকেন, কার্যকর হতে পারে ঘরোয়া পদ্ধতিতে বানানো হেয়ার সিরাম। এই প্রতিবেদনে এমনই তিনটি হেয়ার সিরামের হদিশ দেওয়া হলো না সহজেই আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন।

১। শুষ্ক চুলের জন্য নারকেল-বাদাম তেলের সিরাম

উপকরণ

* নারকেল তেল – ২ টেবিল চামচ * কাঠবাদামের তেল – ১ টেবিল চামচ * ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল – ৫–৬ ফোঁটা

প্রস্তুত প্রণালী ও ব্যবহারবিধি

সব উপকরণ হালকা গরম করে ঠান্ডা হলে কাচের বোতলে ভরে নিন। শ্যাম্পুর পর ভিজে চুলে কয়েক ফোঁটা সিরাম ব্যবহার করুন, বিশেষ করে চুলের ডগায়। এটি শুষ্কতা দূর করে চুলকে করে তোলে কোমল ও চকচকে।

২। চুলের বৃদ্ধিতে ক্যাস্টর অয়েল সিরাম

উপকরণ

* ক্যাস্টর অয়েল – ২ টেবিল চামচ * নারকেল তেল – ২ টেবিল চামচ * রোজমেরি বা ল্যাভেন্ডার তেল – ৫–৬ ফোঁটা

ব্যবহারবিধি

সপ্তাহে ২–৩ দিন রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় ও দৈর্ঘ্যে সিরাম দিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন। এটি চুল পড়া কমিয়ে দ্রুত চুল বাড়াতে সাহায্য করে।

৩। চুলের ঔজ্জ্বল্য ফেরাতে গ্লিসারিন সিরাম

উপকরণ

* গোলাপ জল – ৩ টেবিল চামচ * গ্লিসারিন – ১ টেবিল চামচ * ভিটামিন ই তেল – ৩ ফোঁটা

ব্যবহারবিধি

সব উপকরণ মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। ভিজে বা স্যাঁতসেঁতে চুলে স্প্রে করে ভালোভাবে ম্যাসাজ করুন। এটি চুলে ময়েশ্চার ধরে রাখে, ফলে চুল হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।