১২ ঘণ্টা টিকবে লিপস্টিক! নষ্ট হবে না কালার! জেনে নিন ৫টি সহজ টিপস
- FB
- TW
- Linkdin
লিপস্টিক দীর্ঘস্থায়ী করার টিপস
মেকআপ করা প্রতিটি মহিলার পছন্দ। প্রতিদিন ভারী মেকআপ করা সম্ভব নয়। তবে লিপস্টিক লাগালেই সৌন্দর্য ফুটে ওঠে। তাই অনেক মহিলা বিভিন্ন রঙের লিপস্টিক কেনেন। কিন্তু দামি লিপস্টিক লাগালেও তা দীর্ঘস্থায়ী হয় না। এর জন্য কিছু টিপস জেনে নেওয়া যাক।
লিপ লাইনার ব্যবহার করুন
লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরেই এর রঙ ফ্যাকাশে হয়ে যায় অথবা মুছে যায়। এর সহজ সমাধান হল লিপ লাইনার ব্যবহার করা। দীর্ঘস্থায়ী লিপস্টিকের জন্য ওয়াটারপ্রুফ লিপ লাইনার ব্যবহার করুন।
ফাউন্ডেশন ব্যবহার করুন
দামি লিপস্টিক লাগালেও তা দীর্ঘস্থায়ী হয় না? লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগান। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে এবং ম্যাট ফিনিশিং পাওয়া যাবে।
পাউডার দিয়ে সেট করুন
পাউডারের সাহায্যে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে পারেন। প্রথমে লিপস্টিক লাগান। তারপর লুজ পাউডার লাগিয়ে ব্রাশ দিয়ে সেট করুন। এতে লিপস্টিক এবং মেকআপ সারাদিন ঠিক থাকবে।
ঠোঁট হাইড্রেট রাখুন
শুষ্ক ও ফাটা ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী হয় না। ঠোঁট হাইড্রেট রাখা খুবই জরুরি। এর জন্য কেমিক্যালমুক্ত লিপ বাম ব্যবহার করুন।
হাইড্রেটিং ফর্মুলা লিপস্টিক
লিপস্টিক লাগানোর পর রঙ ফ্যাকাশে হয়ে গেলে হাইড্রেটিং ফর্মুলাযুক্ত লিপস্টিক ব্যবহার করুন। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে।
টিস্যু দিয়ে লিপস্টিক সেট করুন
কম খরচে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে চাইলে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। প্রথমে ঠোঁটে লিপস্টিক লাগান এবং তার উপর টিস্যু পেপার দিয়ে ড্যাব করুন। এতে ঠোঁটে লেগে থাকা অতিরিক্ত লিপস্টিক সরে যাবে।