পেঁয়াজ শুধু চুলের নয়, ত্বকের যত্নেও দারুণ উপকারী। পেঁয়াজের রসের সঙ্গে মধু, টক দই, লেবু বা অ্যালোভেরা মিশিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় কার্যকরী ফেস প্যাক। এই প্যাকগুলো ত্বকের পোরস পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে।
কেশচর্চায় পেঁয়াজের ব্যবহার হয়ে আসছে বহু যুগ ধরে। পেঁয়াজের গুণে চুলের নানান সমস্যা দ্রুত সমাধান হয়। চুল পড়া, নতুন চুল গজানো তেমনই স্ক্যাল্পের সমস্যা সমাধানে অনেকেই পেঁয়াজ ব্যবহার করে থাকেন। এবার চুলের সমস্যার সঙ্গে ত্বকের সমস্যাও দূর করুন পেঁয়াজের গুণে। আজ রইল বিশেষ টিপস। চুলের যত্নের পাশাপাশি এবার ত্বকের যত্ন নিন পেঁয়াজের সাহায্যে। আজ রইল বিশেষ প্যাকের হদিশ।
পেঁয়াজের রস ও মধু
পেঁয়াজের রসের সঙ্গে মধু ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রথমে পেঁয়াজ ঘষে পেঁয়াজের রস বের করে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই প্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে ধষে ধুয়ে নিন। এই প্যাক মাখলে ত্বকের পোরস পরিষ্কার হবে। তেমনই বাড়বে রক্ত সঞ্চালন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
পেঁয়াজের রস ও টক দই
পেঁয়াজের রসের সঙ্গে টক দই ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রথমে পেঁয়াজ ঘষে পেঁয়াজের রস বের করে নিন। এবার তাতে মেশান টক দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
পেঁয়াজের রস ও লেবু
পেঁয়াজের রসের সঙ্গে লেবু ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রথমে পেঁয়াজ ঘষে পেঁয়াজের রস বের করে নিন। এবার তাতে মেশান লেবুর রস। এবার তা তুলো করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
পেঁয়াজের রস ও অ্যালোভেরা
পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রথমে পেঁয়াজ ঘষে পেঁয়াজের রস বের করে নিন। আবার অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে রস বের করুন। এই দুই রস মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।


