সংক্ষিপ্ত
তারুণ্য ধরে রাখতে কে না চায়। যদি ৪০ বছরেও আপনাকে দেখতে লাগে ২৫ বছরের মতো তাহলে তো কথাই নেই। ত্বকের তারুণ্য ধরে রাখতে কিংবা বলিরেখা দূর করতে সকলেই কত কী করে থাকেন। কেউ ঘরোয়া প্যাক লাগান তো কেউ আবার পার্লার ট্রিটমেন্ট করান। এই সব করেও অনেক সময় লাভ হয় না। এবার তারুণ্য ধরা রাখতে এই বিশেষ পানীয় পান করুন।
ত্বকের বয়স বাড়তে না দিয়ে তারুণ্য ধরে রাখে কোলাজেন। যদি ত্বকে কোলাজেন উৎপাদন বেড়ে যায় তাহলে ত্বকের তারুণ্য বজায় থাকে। এবার কোনও ওষুধ নয়, বরং বিশেষ পানীয় পান করুন। মিলবে উপকার।
কোলাজন এক ধরনের প্রোটিন। যা মানবদেহে ত্বক, কার্টিলেজ, হাড়, পেশি চোখের কর্নিয়া, পরিপাক তন্ত্রেও থাকে। শরীরে প্রাকৃতিক ভাবেই তৈরি হওযা প্রোটিন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে।
বিট, গাজর এবং আমলকি দিয়ে পানীয় বানাতে পারেন। বিট ভালো করে কেটে নিন। এবার হাজর কেটে নিন। আমলকির ভিতর থেকে বীজ বের করে নিন। সব কয়টি উপাদান মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এই সময় মিক্সিতে একটু জল দেবেন। এবার ব্লেন্ড করে নিয়ে তা ছেঁকে নিন। গ্লাসে ঢালুন। রোজ পান করুন।
আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে। এটি সুপার ফুড হিসেবে পরিচিত। এটি ত্বকের ব্রণ দূর করে। তেমনই গাজরে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ আছে। তেমনই বিটে আছে নানান উপাদান। এই সকল উপাদান শরীরের জন্য উপকারী। রোজ এক গ্লাস করে এই পানীয় পানে মিলবে উপকার।