Shaving Tips: গরমকালে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন, বিশেষ করে দাড়ি কামানোর সময়। সামান্য অসাবধানতা ত্বকের ক্ষতি ডেকে আনতে পারে। স্বাস্থ্যবিধি মেনে দাড়ি কামালে ত্বক থাকবে সতেজ ও সংক্রমণমুক্ত।
Shaving Tips for men: গরমকালে ঘামের আর্দ্রভাব, ধুলো-বালি লেগে ত্বকের যত্নের প্রয়োজন বেশি হয়। মহিলারা গরমে রূপচর্চায় যতটা ত্বকের খেয়াল রাখেন, সাধারণত পুরুষরা ততটা রাখেন না। ফলে স্পর্শকাতর হয়ে থাকে ত্বক। তাই দাড়ি-গোঁফ কমানোর সময় সচেতন থাকতে হবে একটু বেশি। কীভাবে দাড়ি কামাচ্ছেন, দাড়ি কামানোর সামগ্রী এবং প্রসাধনী, সেলুনে গেলে কতটা স্বাস্থ্যবিধি মানা হয় সেই সেলুনে তাও দেখে নেওয়া জরুরি। না হলে সামান্য অসাবধানতায় কাটা-ছেঁড়া, ফুসকুড়ি, জ্বালাভাব, রুক্ষতা বা সংক্রমণ দেখা দিতে পারে। এগুলি অস্বস্তিকর এবং যথেষ্ট বেদনাদায়ক। এর থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে কিছু সাধারণ পরামর্শ মাথায় রাখতে হবে।
দাড়ি কামানোর ক্ষেত্রে কী ধরনের সতর্কতা প্রয়োজন?
১) দাড়ি কামানোর আগে হালকা গরম জলে মুখ ধুয়ে ত্বকের রোমকূপগুলি উন্মুক্ত করে নিতে হবে, এতে ত্বক নরমও হবে। এরপর প্রয়োজনে অল্প নারকেল তেল গালে মালিশ করা বা শেভিংস ক্রিম মেখে নিতে হবে। এতে দাড়ি কামানোর সময়ে ত্বকে ব্লেডের ঘর্ষণ অনেকটাই কমবে।
২) গালে সব দাড়ি একই দিকে বড় হয় না। বিপরীত দিক থেকে ব্লেড চালিয়ে শেভ করতে গেলে অনেক সময়ে কেটে গিয়ে রক্তপাতের আশঙ্কা থাকতে পারে।
৩) দাড়ি কামানোর পর অনেকেই আফটার শেভ লোশন ব্যবহার করেন না বা করতে পারেন না। কারণ এতে অ্যালকোহল থাকে, যা থেকে অনেকের ত্বকে র্যাশ হয় বা জ্বালা হয়। বিকল্প হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। এটি দাড়ি কাটার পর গালের ত্বককে শীতল ও মসৃণ রাখতে সাহায্য করে।
৪) সময়ের সঙ্গে razor -এর ব্লেডের ধার কমে আসে। সেই ব্লেড দিয়ে দাড়ি কামালে ত্বকের ক্ষতি হয়, ঠিক করে শেভ করা যায় না। হালকা কাটা - ছেঁড়া ও জ্বলন অনুভূত হতে পারে। একটি ক্ষুর দিয়ে পাঁচ থেকে সাত বার দাড়ি কামানোর পর ক্ষুর বা রেজারের ব্লেড পরিবর্তন করা উচিত।
৫) মাঝে মাঝে দাড়ি-গোঁফ, ত্বক স্ক্রাবিং করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে, পরিষ্কার থাকবে দাড়ি-গোঁফ। ফলে দাড়ি কাটার সময়ে সংক্রমণ বা জ্বালা ভাব কমানো সম্ভব হবে। দাড়ি কামাতে সুবিধা হবে।
৬) সাবধানতা অবলম্বন করার পরেও যদি ত্বকে জ্বালাভাব হয় অ্যালোভেরা জেল বা ঠান্ডা দুধ লাগাতে পারেন। র্যাশ বা ফুসকুড়ি হলে টি ট্রি অয়েল রয়েছে এমন কিছু ব্যবহার করতে পারেন। ভোঁতা ক্ষুর বা দাড়ির গ্রথের বিপরীতে কাটতে গিয়ে কাটা-ছেঁড়া হলে সত্বর বরফ চেপে ধরুন। অ্যান্টিসেপটিক লাগান তাতে। শেভ করার পর ত্বকের রুক্ষতা কমাতে ও ভালো রাখতে ভিটামিন ই যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহর করুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


