- Home
- Lifestyle
- Fashion and Beauty
- দইয়ে এই '১'টা জিনিস মিশিয়ে নিলেই ম্যাজিক! জলদি গায়েব হবে কনুই, হাঁটুর কালো দাগ
দইয়ে এই '১'টা জিনিস মিশিয়ে নিলেই ম্যাজিক! জলদি গায়েব হবে কনুই, হাঁটুর কালো দাগ
বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কালো হয়ে যাওয়া হাত, পায়ের গাঁট ধীরে ধীরে মুছে ফেলা যায়। সেগুলো কী কী, তা এখানে দেখে নেওয়া যাক।

আমরা অনেকেই শুধু মুখের দিকে বেশি মনোযোগ দিই। মুখকে উজ্জ্বল ও সুন্দর করার জন্য আমরা সবকিছু করি।
কিন্তু কনুই ও হাঁটুর দিকে তেমন খেয়াল রাখি না। ফলে ঐ জায়গাগুলো কালো হয়ে যায়। এর কারণে আমরা ছোট হাতার পোশাক পরা এড়িয়ে চলি।
আপনার কনুই ও হাঁটু যদি কালো হয়ে যায়, তাহলে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে সহজেই তা দূর করতে পারেন। সেগুলো কী কী, তা জেনে নিন।
সর্ষের তেল ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে। কনুই ও হাঁটুর কালো দাগ দূর করতে সর্ষের তেল হালকা গরম করে হাত ও পায়ে ম্যাসাজ করতে হবে। প্রতিদিন রাতে ঘুমোনোর আগে এটা করে সকালে ঠান্ডা জলে স্নান করতে হবে বা ধুয়ে নিতে হবে।
অন্য একটি উপায় হল, সর্ষে গুঁড়ো করে তার সাথে সামান্য কাঁচা দুধ মিশিয়ে ঘন করে হাত ও পায়ের গাঁটে ঘষে স্ক্রাব করুন। এটা নিয়মিত করলে এক সপ্তাহের মধ্যেই ভালো ফল পাবেন।
অ্যালোভেরার উপকারিতা জেনে অনেকেই এখন বাড়িতে এটি লাগাতে শুরু করেছেন। হাত ও পায়ের গাঁটের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল আপনার হাত ও পায়ে লাগালে ধীরে ধীরে কালো দাগ কমতে শুরু করবে।
লেবুতে থাকা অ্যাসিড ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে। তাই আপনার হাত পায়ের গাঁটের কালো দাগ দূর করতে সামান্য চিনির সাথে লেবুর রস মিশিয়ে গাঁটে ধীরে ধীরে স্ক্রাব করুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ভিটামিন ই তেল দিয়ে ম্যাসাজ করুন। এভাবে নিয়মিত করলে গাঁটের কালো দাগ দূর হয়ে আপনার ত্বক দেখতে ভালো লাগবে।
হাঁটু ও হাতের কালো দাগ দূর করতে কাঁচা দুধে সামান্য হলুদ ও মধু মিশিয়ে ঐ পেস্টটি আপনার হাঁটুর উপরে লাগিয়ে ভালোভাবে শুকাতে দিন। ভালোভাবে শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন।

