- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Home Remedies: গরমে ট্যান দূর করতে রইল ১০টি দইয়ে প্যাকের হদিশ, জেনে নিন কীভাবে ত্বকের যত্ন নেবেন
Home Remedies: গরমে ট্যান দূর করতে রইল ১০টি দইয়ে প্যাকের হদিশ, জেনে নিন কীভাবে ত্বকের যত্ন নেবেন
- FB
- TW
- Linkdin
দই ও ওটস
দই ও ওটস দিয়ে প্যাক বানান। ওটস প্রথমে মিহি করে গুঁড়ো করে নিন। এবার দইয়ের সঙ্গে মেশান ওটস। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও ওটসের তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। এতে ট্যান দূর হওয়ার সঙ্গে ত্বকে আসবে জেল্লা। ত্বকে জমে থাকা সকল নোংরা দূর হবে।
দই ও বেসন
দই ও বেসন দিয়ে প্যাক বানান। দইয়ের সঙ্গে মেশান বেসন। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। এতে ট্যান তো দূর হবেই সঙ্গে ত্বকে জমে থাকা নোংরা দূর হবে।
দই ও মধু
দই ও মধু দিয়ে প্যাক বানান। দইয়ের সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।
দই ও হলুদ
দই ও হলুদ দিয়ে প্যাক বানান। দইয়ের সঙ্গে মেশান হলুদ বাটা। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও হলুদ দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।
দই ও কমলালেবুর খোসা
কমলা লেবুর খোসার গুণে দূর হবে ট্যানের সমস্যা। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার দইয়ের সঙ্গে তা মেশান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও কমলালেবুর খোসা দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। দূর হবে ট্যান।
দই ও মুলতানি মাটি
দই ও মুলতানি মাটি দিয়ে প্যাক বানান। দইয়ের সঙ্গে মেশান মুলতানি মাটি। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও মুলতানি মাটির তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। এতে ট্যান দূর হওয়ার সঙ্গে ত্বকে আসবে জেল্লা। ত্বকে জমে থাকা সকল নোংরা দূর হবে।
দই ও পাতিলেবুর রস
দই ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানান। দইয়ের সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও পাতিলেবুর রস দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। এতে ট্যান দূর হওয়ার সঙ্গে ত্বকে আসবে জেল্লা।
দই ও আলু
প্রথমে আলু গ্রেট করে নিন। এবার তার থেকে রস আলাদা করুন। এবার দই ও আলুর রস দিয়ে প্যাক বানান। দইয়ের সঙ্গে মেশান আলুর রস। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও আলু দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। দূর হবে ট্যান।
দই ও শসা
দই ও শসা দিয়ে প্যাক বানান। শসা কেটে গ্রেট করে নিন। সেই রস আলাদা করুন। এবার দইয়ের সঙ্গে শসার রস মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও শসা দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। দূর হবে ট্যান।
দই ও টমেটো
দই ও টমেটো রস দিয়ে প্যাক বানান। টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিন। দইয়ের সঙ্গে মেশান টমেটো। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপযুক্ত দই ও টমেটো দিয়ে তৈরি ফেসপ্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। দূর হবে ট্যান।