সংক্ষিপ্ত
আজ রইল বিশেষ টিপস। গর্ভাবস্থায় স্ক্যাল্পে চুলকানির সমস্যা দেখা দিলে জেনে নিন কী কী করবেন।
গর্ভাবস্থায় প্রতিটি মেয়েক জন্য সব থেকে সুন্দর সময়। এই সময় তিলে তিলে একজন মায়ের শরীরের বড় হয়ে ওঠে সন্তান। এই দীর্ঘ ৯ মাস সে কারণে শরীরের মধ্যে নানান পরিবর্তন দেখা যায়। শুধু চেহারা নয়, ত্বকের সমস্যা থেকে শুরু করে আরও কত কী। এই সময় অনেক গর্ভবতী মহিলাই চুলের সমস্যায় ভোগেন। কারও অধিক চুল পড়ে তো কারও আবার দেখা দেয় স্ক্যাল্পে চুলকানির সমস্যা। আজ রইল বিশেষ টিপস। গর্ভাবস্থায় স্ক্যাল্পে চুলকানির সমস্যা দেখা দিলে জেনে নিন কী কী করবেন।
নারকেল তেল
স্ক্যাল্পে অধিক চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে নারকেল তেল ব্যবহার করুন। এই তেল নিয়ে স্ক্যাল্পে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
নিমতেল
স্ক্যাল্পে অধিক চুলকানির সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিমতেল। এই তেলে অ্যন্টি মাইক্রোবিয়াল উপাদান আছে। এই তেল স্ক্যাল্পে লাগান। ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেলের গুণে সমস্যা থেকে মিলবে মুক্তি। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
একাধিক কারণে গর্ভাবস্থায় স্ক্যাল্পে চুলকানির সমস্যা দেখা দেয়। স্ট্রের কারণে হয় এই সমস্যা। তেমনই শরীরে ডিহাইড্রেশনের সমস্যা হলে দেখা যায় এই সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে অধিক পরিমাণে অ্যান্টি ড্রানফ্রফ শ্যাম্পু ব্যবহার করেন অনেকে। এই ভুল একেবারে নয়। তেমনই কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার কম করুন। এতে মিলবে উপকার। এরই সঙ্গে ডাক্তারি পরামর্শ নিন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।
আরও পড়ুন
Heart Attack: আচমকা কোনও ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, তখনই এটি করুন, জীবন বাঁচানো যেতে পারে
চাকরি যাবে না উল্টে তৈরি হবে নতুন সুযোগ- কৃত্রিম মেধার প্রসার নিয়ে বিশেষ দাবি IBM কর্তার