শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে প্রবন্ধে পাঁচটি কার্যকরী ঘরোয়া ফেস প্যাকের কথা বলা হয়েছে। 

শীতের মরশুমে ত্বকের হাল বেহাল। এদিকে সামনেই বিয়ের মরশুম। এই সময় কেউ প্রস্তুতি নিচ্ছে বিয়ের পিঁড়িতে বসার তো কারও আছে বিস্তর নিমন্ত্রণ। এছাড়া এই শীতের সময় একাধিক পিকনিক থেকে গেট টুগেদার কিংবা বন্ধুদের সঙ্গে আউটিং-র পরিকল্পনা করে থাকেন অনেকেই। তাই এই শীতের মরশুমে ত্বক উজ্জ্বল দেখানো মাস্ট। এদিতে ঠান্ডায় শুষ্ক আবহাওয়ার কারণে প্রায় সকলেই রুক্ষ্ম ত্বকের সমস্যায় ভুগছেন। সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই বিশেষ টিপস। আজ রইল পাঁচটি ঘরোয়া প্যাকের হদিশ। জেনে নিন কোন উপায় মিলবে উপকার।

কাঁচা দুধ ও মধু

সবার আগে পাত্রে কাঁচা দুধ নিন। এবার তাতে মেশান পরেন মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার ভালো মিশিয়ে মুখে লাগান। মিনিট ২০ অপেক্ষা করে নিন। এবার ধুয়ে নিন। দ্রুত ত্বকে আসবে জেল্লা। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। 

লেবু ও চিনি

ত্বকের জেল্লা আনতে মরা চামরা দূর করা দরকার। এর জন্য স্ক্রাবিং করুন। প্রথমে চিনি মিহি করে গুঁড়ো করে নিন। এবার তাতে লেবুর রস মিশিয়ে নিন। ত্বকে লাগান। কিছুক্ষণ পর স্ক্রাবিং করে নিন। ত্বকে আসবে জেল্লা।

দই ও হলুদ

পাত্রে দই নিন। তা ভালো করে ফেটিয়ে নিন। এদিকে হলুদ করে বেটে নিন। এবার দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে নিন। তা মুখে লাগান। মিনিট ২০ অপেক্ষা করে নিন। এবার ধুয়ে নিন। দ্রুত ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরা জেল ও নারকেল তেল

প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিক্স করে নিন। এবার তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিনিট ২০ অপেক্ষা করে ধুয়ে নিলে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।