Hair Tips News: গরমে চুল ভিজে থাকছে। চুলের সমস্যায় জেরবার? কী করলে ভালো থাকবে চুল বুঝতে পারছেন না? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Hair Tips News: সকালে অফিসের তাড়াহুড়ায় স্নান করার পর ভেজা চুল শুকনোর সময়ও হয় না। ওই ভেজা চুল খোপা করে গুটিয়েই সারাদিন কেটে যায়। তবে আপনি জানেন কি এই অভ্যাস প্রতিদিনের হয়ে থাকলে আপনার চুল ঝরে পড়ার সমস্যা দিন দিন বাড়বে বই কমবে না। জল বা ঘামে ভিজে থাকা স্ক্যাল্প হেঁজে যায়, নরম হয়ে যায় চুলের গোড়া। সেখান থেকেই সূত্রপাত ঘটে মাথায় খুশকি, ৱ্যাশ, ব্রণ বা চুলকানি সহ অন্যান্য সংক্রমণের। যা আপনার চুল ঝরা ও রুক্ষ্ম ড্যামেজড্ চুলের অন্যতম কারণ।
এ ধরনের অভ্যাস থাকলে তা আজই ত্যাগ করুন। গরমকালে চুল ভাল রাখতে, স্নানের পর কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই চুল থাকবে সুস্থ ও ঝলমলে। দেখে নিন স্নানের পর কী কী করলে উপকার পাবেন?
১) হেয়ার ক্রিম ও সিরাম
এই গরমে চুল ঝরা কমাতে সবার প্রথমে দরকার চুলে পুষ্টি দেওয়া। তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো হেয়ার ক্রিম নিন। তার সঙ্গে মেশাতে হবে কয়েক ফোঁটা হেয়ার সিরাম। এক্ষেত্রে আপনি তেল, সিলিকন এবং ওয়াটার বেসড হেয়ার সিরাম -সবকটাই ব্যবহার করতে পারেন। এবার দুটো উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিয়ে চুলে হালকা হাতে ধীরে ধীরে মালিশ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার করে করে দেখুন, উপকার মিলবে।
২) ডিম-দই-মধুর হেয়ার মাস্ক
দই খুশকি কমাতে ও চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে, আবার চুলের ফলিকল শক্তিশালী করে চুল পড়া রুখতে পারে ডিম। রুক্ষ চুল আর্দ্র ও নরম করে তোলে মধু। একটা ডিম ভাল করে ফেটিয়ে, এর সঙ্গে দই ও মধু মিশিয়ে চুলের মাস্ক তৈরি করতে হবে। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন পরে। সপ্তাহে অন্তত ১/২ দিন করে ব্যবহার করে করতে পারেন।
৩) প্রাকৃতিকভাবে চুল শুকোনো
দরকার ছাড়া ব্লো ড্রায়ারে বেশি চুল শুকোলে চুল রুক্ষ হয়ে যায়। এই অভ্যাস বদলাতে হবে। স্নানের পর ভালো করে মাথা মুছে, তারপর রোদে বা পাখার তলায় চুল শুকোনোই ভাল। ব্লো ড্রায়ার ব্যবহার করলে ‘কুল মোড’ ব্যবহার করুন। এতে একটু সময় যাবে ঠিকই, তবে স্ক্যাল্প ও চুল বাঁচবে, ভালো থাকবে।
৪) কলা-মধু-অলিভ অয়েল প্যাক
চুলের মসৃণতা ফেরাতে মিক্সিতে একটি পাকা কলা দিন। তার সঙ্গে ১ চামচ মধু এবং ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করতে হবে। স্নানের আগে এই প্যাক মেখে ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শাইনি ও মোলায়েম হবে চুল।
৫) আঁচড়ানোর নিয়ম
ভিজে চুল আঁচড়ালে যেমন চুল পড়বে, তেমন আঙুলের সাহায্যে জট ছাড়াতে গেলেও চুলে টান পড়বে। বড় দাঁতের চিরুনি দিয়ে একেবারে চুলের নীচ থেকে অল্প অল্প করে চুলের জট ছাড়াতে ছাড়াতে ওপরের দিকে উঠুন। তবে অতিরিক্ত ভিজে চুল আঁচড়াবেন না। হালকা চুল শুকালে তবেই আত্রান এতে চুলের জটও ছাড়বে, চুল ঝরবেও কম। চুলের যত্নে অল্প সময় দিলেই মিলবে ফল। সারাদিন ভেজা চুল টেনে বেঁধে রাখা বা ভেজা চুল আঁচানোর অভ্যাস আদতে ক্ষতিই করছে আপনার চুলের। জানুন স্নানের আগে ও পরে কী কী করলে চুল নরম থাকবে?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


