- Home
- Lifestyle
- Fashion and Beauty
- এই গরমেও ত্বকে দেখা দিচ্ছে রুক্ষ্ম ভাব? জেনে নিন কীভাবে মিলবে মুক্তি, রইল বিশেষ টিপস
এই গরমেও ত্বকে দেখা দিচ্ছে রুক্ষ্ম ভাব? জেনে নিন কীভাবে মিলবে মুক্তি, রইল বিশেষ টিপস
গরমকালে ত্বকের রুক্ষ্ম ভাব একটি সাধারণ সমস্যা। তেল মালিশ, অ্যাভোকাডো প্যাক, নারকেল তেল ও মধু ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ভিটামিন ই যুক্ত খাবার এবং সঠিক পণ্য ব্যবহার ত্বককে ময়েশ্চারাইজ রাখে।
- FB
- TW
- Linkdin
)
ত্বক নিয়ে নানান জটিলতা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন বুঝতে পারেন না।
ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। বিশেষ করে গরমে সমস্যা আরও বাড়ে। এই সময় ব্রণ, তৈলাক্ত সমস্যায় ভোগেন অনেকেই।
এরই সঙ্গে অনেকের ত্বকে দেখা দেয় রুক্ষ্ম ভাব। আপনিও যদি এমন সমস্যায় ভোগেন তাহলে আজ রইল সমস্যা থেকে মুক্তির উপায়।
গরমে ত্বকের রুক্ষ্ম ভাব দূর করতে তেল মালিশ করতে পারেন। অলিভ অয়েল লাগিয়ে মালিশ করুন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে।
অ্যাভোকাডো প্যাক লাগালেও মেলে উপকার। অ্যাভোকাডো কেটে বীজ বের করে নিন। তা ব্লেন্ড করে ত্বকে লাগান।
নারকেল তেল লাগালেও উপকার মেলে। মুখ প্রথমে পরিষ্কার করে নিন। এবার নারকেল তেল লাগিয়ে মালিশ করুন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে।
মধু লাগান ত্বকে মেলে উপকার। দূর হয় রুক্ষ্ম ভাব। মুখ প্রথমে পরিষ্কার করে নিন। এবার লাগান মধু। ২০ মিনিট পর ধুয়ে নিন। এতে মিলবে উপকার।
শরীরে ভিটামিন ই-র অভাবে কারণে ত্বকে এমন রুক্ষ্ম ভাব দেখা যায়। তাই ত্বকের সমস্যা সমাধানে ভিটামিন ই যুক্ত খাবার খান।
এরই সঙ্গে নিয়মিত ত্বক পরিষ্কার করুন। ত্বকের রোমকূপে নোংরা জমে যাওয়ার কারণে তার থেকে এই সমস্যা হয়।
ত্বকের জন্য উপযুক্ত পণ্য ব্যবহার করুন। তা না হলে সমস্যা আরও বাড়তে থাকে। ভুল পণ্য ব্যবহারের কারণে অনেক সময় ত্বকে রুক্ষ্ম ভাব দেখা যায়।