তৈলাক্ত ত্বকে ব্রণ একটি সাধারণ সমস্যা। বরফ, টি ট্রি অয়েল, মধু এবং গ্রিন টি ব্যবহার করে মাত্র একদিনে ব্রণ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় রইল।
ত্বক নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। সারা বছর চলতে থাকে সমস্যা। কালো প্যাচ, ব্রণ, চুলকানি থেকে শুরু করে দেখা দেয় নানান জটিলতা। তৈলাক্ত ত্বকে ব্রণ, শুষ্ক ত্বকে বলিরেখা কিংবা কম্বিনেশন ত্বকে দেখা দেয় আরও অন্য কোনও জটিলতা। আজ রইল বিশেষ টিপস। রইল তৈলাক্ত ত্বকের সমস্যার কথা। যাদের তৈলাক্ত ত্বক তারা অধিকাংশই ব্রণর সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস। রইল সহজ টোটকার হদিশ। ব্রণ দূর হবে মাত্র ১ দিনে, রইল তিন চমকপ্রদ উপায়ের হদিশ, জেনে নিন কী করবেন।
ত্বকের ব্রণ দূর করতে লাগান বরফ। রুমালে জড়িয়েই বরফ দেবেন, সরাসরি ত্বক নয়। বরফ প্রদাহ কমান। রক্তনালিগুলোকে সঙ্কুচিত করে। ফলে ফোলা ভাব, ব্যথা কমে যায়। পরিষ্কার কাপড়ে বা নরম কাপড়ে এক টুকরো বরফ নিন। তা ৫ থেকে ১০ মিনিট তা ব্রণর ওপর রাখুন। প্রতি ঘন্টায় এক বার করে করতে পারেন। এতে ত্বকের ক্ষতি হতে পারে।
টি ট্রি অয়েলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। এই তেল ব্রণর ওপর লাগান। তুলোয় করে এক ফোঁটা টি ট্রি নিন। তা ব্রণর ওপর লাগান। রাতে ঘুমনোর আগে ব্যবহার করুন। মিলবে উপকার। দূর হবে ব্রণ।
মধু ব্যবহার করতে পারেন। মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে। এটি ব্রণর ওপর লাগান। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। মিলবে উপকার।
ব্যবহার করতে পারেন গ্রিন টি। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। গ্রিন টি-র ব্যাগ গরম জলে ডুবিয়ে ঠান্ডা হতে দিন। তারপর তা ব্রণর ওপর ৫ থেকে ১০ মিনিটের জন্য রাখুন। আপনি ঠান্ডা গ্রিন টি দিয়ে মুখ ধুতেও পারবেন। এতে ব্রণ দূর হবে মুহূর্তে।
অনেক সময় টুথ পেস্ট একবার ব্যবহারে মেনে উপকার। ব্রণ-র ওপর লাগান টুথপেস্ট। রাতে ঘুমানোর আগে লাগান। সকালে উঠে ধুয়ে নিন। মিলবে উপকার। তবে, যাদের সংবেদনশীল ত্বক তারা তা না করাই ভালো। এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
মেনে চলুন এই সকল টোটকা। এতে মুহূর্তে দূর হবে ব্রণ। যারা ব্রণ নিয়ে সমস্যায় ভুগছেন তারা মেনে চলুন এই টিপস।


