অনেকের ধারণা ছেলে কিংবা মেয়ের বিয়েতে বেশি সাজগোজ করা যাবে না। তাঁরা মনে করেন, ছেলেমেয়ে জীবনের নয়া ইনিংসে পা রাখা মানেই যেন বার্ধক্যের দিকে একধাপ এগোলেন বাবা-মা।
Fashion Tips: সন্তানের বিয়ের দিনে নবদম্পতির মায়েরাও সেলেব স্টাইলে সাজতে পারেন। এর জন্য আরামদায়ক এবং জমকালো পোশাক বেছে নিন, যেমন হালকা রঙের সিল্ক বা জর্জেটের শাড়ি বা লেহেঙ্গা। ভারী গয়না এড়িয়ে যান, তার বদলে আধুনিক ডিজাইনের গয়না পরুন। মেকআপ হালকা রাখুন এবং হাইলাইট এবং শিমারি আইশ্যাডো ব্যবহার করতে পারেন।
পোশাকের ক্ষেত্রে হালকা এবং আরামদায়ক পড়ুন। খুব বেশি জমকালো বা ভারী পোশাক এড়িয়ে চলুন, যা অস্বস্তি তৈরি করতে পারে। হালকা রঙের সিল্ক, জর্জেট বা শিফনের শাড়ি, বা স্টাইলিশ লেহেঙ্গা বা গাউন পরতে পারেন। আধুনিক ডিজাইন পোশাক বাছুন
পুরোনো ডিজাইনের পোশাক এড়িয়ে, আধুনিক ডিজাইনের পোশাক বাছুন। যেমন – কুর্তি-ধোতি প্যান্ট বা অ্যাসিমেট্রিক-হেমেট পোশাক পরতে পারেন। ভারী গয়না এড়িয়ে আধুনিক ডিজাইনের গয়না পরুন, যেমন – ডিজাইনার নেকলেস, ঝুমকা বা ইয়ারিং।পোশাকের সাথে মানানসই গয়না বেছে নিন।
মেকআপ ও হেয়ারস্টাইল করুন হালকা মেকআপের সাথে আপনার ত্বকের সাথে মানানসই ফাউন্ডেশন এবং ব্লাশ ব্যবহার করুন। চোখের মেকআপে শিমারি আইশ্যাডো এবং মাস্কারা ব্যবহার করতে পারেন।
চুলের স্টাইলের ক্ষেত্রে আপনার মুখের সাথে মানানসই হেয়ারস্টাইল বেছে নিন এবং হালকা ফুল বা জুয়েলারি দিয়ে সাজান। যদি আপনি সেলেবদের মতো সাজতে চান তবে তাদের স্টাইল অনুসরণ করতে পারেন।
বলিউড এভারগ্রীন অভিনেত্রীদের মতো যদি সাজতে চান তাহলে প্রথমেই নাম আসে স্টাইল আইকন রেখা যে। তার মতো সাজতে পারেন সন্তানের বিয়েতে। বেছে নিন অফ হোয়াইট এবং গাঢ় সোনালির মিশেলে কাঞ্জিভরম। লম্বা হাতা ব্লাউজ পরুন। হাতে নিন সোনালি রঙের বটুয়া। পরনে থাক হালকা সোনালি রঙের গয়না। এই সাজে আপনি সকলের মাঝে ব্যতিক্রমী হয়ে উঠতে বাধ্য।
সকলের প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরের তবে তাঁর মতো সাজতে পারেন। হালকা রঙের শিফন পরতে পারেন। মিরর ওয়ার্ক করা থাকলেও সমস্যা নেই। শাড়ি এবং ব্লাউজ হালকা রঙের বাছুন। এই ধরনের শাড়ির সঙ্গে অবশ্যই পরুন মানানসই গয়না।
বি-টাউন বর্তমানে সবচেয়ে ‘কুল’ শাশুড়িমা নীতু কাপুর। আলিয়ার শাশুড়ি কিংবা সাজগোজের ধারাই যেন বদলে দিয়েছেন। চাইলে তাঁর মতো সাজ নিয়ে কাটাছেঁড়া করতে পারেন। শাড়ি পরলেও তা একটু ভিন্ন স্টাইলে পরতে পারেন। তাতে আপনার লুকস যে একেবারে বদলে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


