সংক্ষিপ্ত

আজ রইল কয়টি প্যাকের হদিশ। সপ্তাহে অন্তত এক দিন ব্যবহার করুন এই সকল প্যাক। এতে চুল হবে উজ্জ্বল। দূর হবে যাবতীয় সমস্যা।

এক ঢাল কালো ঝলমলে চুল কার না পছন্দ। চুলই তো ব্যস্ত করে সকলের সৌন্দর্যের কাহিনি। তবে, এই চুল নিয়েই চলতে থাকে নানান সমস্যা। খুশকি থেকে চুল পড়া, ডগা চেরা থেকে রুক্ষ্ম চুলের সমস্যায় জেরবার সকলে। চুলের সমস্যা থেকে মুক্তি পেতে এবার মেনে চলুন বিশেষ টোটকা। আজ রইল কয়টি প্যাকের হদিশ। সপ্তাহে অন্তত এক দিন ব্যবহার করুন এই সকল প্যাক। এতে চুল হবে উজ্জ্বল। দূর হবে যাবতীয় সমস্যা।

পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি মাঝারি মাপের পেঁয়াজ কেটে তার থেকে রস বের করে নিন। তার সঙ্গে মেশান পরিমাণ মতো ক্যাস্টর অয়েল। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

ডিমের সঙ্গে দই মিশিয়ে বানিয়ে ফেলুন হেয়ার প্যাক। একটি পাত্রে ডিম নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান পরিমাণ মতো দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

পাতিলেবুর গুণে চুল হবে ঝকঝকে। দূর হবে খুশকির সমস্যা। একটি পাত্রে পাতিলেবুর রস নিন। এবার তুলোয় করে তা স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকি সঙ্গে চুলে আসবে জেল্লা।

অলিভ অয়েল ও বেকিং সোডা দিয়ে প্যাক বানান। ১ চা চামচ বেকিং সোডা নিন একটি পাত্রে। তাতে মেশান ১ টি ডিমের সাদা অংশ। ১ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে নিন। স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। দ্রুত মিলবে উপকার। এই শীত মরশুমে সপ্তাহে একদিন ব্যবহার করুন এই প্যাক। এতে মিলবে উপকার।

তেমনই কলা ও মধুর গুণে পেতে পারেল ঝলমলে চুল। একটি অর্ধেক কলা চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহারেই ফারাক দেখতে পারবেন। শীতের মরশুমে অধিকাংশের চুল শুষ্ক হয়ে যায়। চুলের এই রুক্ষ্ম ভাবও দূর হবে এই প্যাকের গুণে। তাই যারা শীতের মরশুমে ঝলমলে চুল চান। তারা এই কয়টি প্যাকের মধ্যে একটি বেছে নিন। এই সকল প্যাকের গুণে মিলবে উপকার।

 

আরও পড়ুন- কৃত্রিম ওষুধ আর নয়, এবার ত্বক হবে উজ্জ্বল, মুক্তি পাবেন বয়সের ছাপ থেকে, জানুন কীভাবে

আরও পড়ুন- ফ্লু থেকে বাঁচতে অ্যান্টি বায়োটিক নয় ভরসা রাখুন ঘরোয়া টোটকা ওপর, রইল উপায়

আরও পড়ুন- ব্রণ দূর হবে মুলতানি মাটির গুণে, এই বিশেষ উপায় ব্যবহার করুন মুলতানি মাটি