সংক্ষিপ্ত

এবার ত্বকের যত্ন বিশেষ করে ব্রণ দূর করতে ব্যবহার করুন মুলতানি মাটি। এই কয় উপায় মুলতানি মাটি ব্যবহারে মুক্তি মিলবে ব্রণর সমস্যা থেকে।

ব্রণ সব সময়ই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্রণহীন, দাগহীন, উজ্জ্বল ত্বক কে না চায়। ত্বক উজ্জ্বল করতে কিংবা ব্রণ দূর করতে সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা। এর সঙ্গে চলে পার্লার ট্রিটমেন্ট। কিন্তু, সব সময় যে লাভা হয় তা নয়। অনেক সময় ব্রণ দূর হলে ও আবার তা ফিরে আসে। এবার ত্বকের যত্ন বিশেষ করে ব্রণ দূর করতে ব্যবহার করুন মুলতানি মাটি। এই কয় উপায় মুলতানি মাটি ব্যবহারে মুক্তি মিলবে ব্রণর সমস্যা থেকে।

মুলতানি মাটি ও হলুদ দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি হলুদের টুকরো বেটে নিন। এবার মুলতানি মাটির সঙ্গে এই হলুদ মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ব্রণ দূর হবে। ত্বকে আসবে জেল্লা।

 

মুলতানি মাটি ও নিমপাতা দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। নিমপাতা বেটে নিন। এবার মুলতানি মাটির সঙ্গে এই নিমপাতা বাটা মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ব্রণর ওপর পুরু করে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ব্রণ দূর হবে।

মুলতানি মাটি ও দই দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ব্রণ দূর হবে। ত্বকে আসবে জেল্লা। ত্বকের যত্নে বেশ উপকারী এই প্যাক।

মুলতানি মাটি ও চন্দন দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। সম পরিমাণ মুলতানি মাটি ও চন্দন বাটা নিন একটি পাত্রে এবার এতে জল অথবা গোলাপ জল মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি পুরো মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ব্রণ দূর হবে। ত্বকের যত্নে বেশ উপকারী এই প্যাক। মুলতানি মাটি ও চন্দনে প্যাক ত্বকে আনবে জেল্লা। দূর হবে যাবতীয় দাগ। সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।

মুলতানি মাটি ও গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দূর হবে ব্রণ।

 

আরও পড়ুন- কৃত্রিম ওষুধ আর নয়, এবার ত্বক হবে উজ্জ্বল, মুক্তি পাবেন বয়সের ছাপ থেকে, জানুন কীভাবে

আরও পড়ুন- এই কয়টি বিশেষ কারণে বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়ান, জেনে নিন কী কী, রইল গুণে খোঁজ

আরও পড়ুন-  কনুই ও আন্ডার আর্মের দাগ দূর করার সঙ্গে ত্বক ময়েশ্চরাইজ করুন, রইল বিশেষ টোটকা