- Home
- Lifestyle
- Fashion and Beauty
- গোলাপ পাপড়ি দিয়ে ত্বকের যত্ন: ৩ দিনে হাতেনাতে পাবেন সুফল! উজ্জ্বল ত্বকের টিপস
গোলাপ পাপড়ি দিয়ে ত্বকের যত্ন: ৩ দিনে হাতেনাতে পাবেন সুফল! উজ্জ্বল ত্বকের টিপস
বাজারের দামি প্রসাধনীর প্রয়োজন ছাড়াই, শুধুমাত্র গোলাপ পাপড়ি ব্যবহার করেই কি ত্বকের সৌন্দর্য বাড়ানো সম্ভব? কিভাবে তা জেনে নেওয়া যাক...

গোলাপ পাপড়ি কতটা কোমল তা নতুন করে বলার প্রয়োজন নেই। তেমনি কোমল ত্বক সকলেরই কাম্য। বিশেষ করে মেয়েদের ত্বক নিয়ে অনেক আগ্রহ থাকে।
ত্বক কোমল করার জন্য বাজারের নানা প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু, দামি প্রসাধনীর প্রয়োজন ছাড়াই, শুধুমাত্র গোলাপ পাপড়ি ব্যবহার করেই কি ত্বকের সৌন্দর্য বাড়ানো সম্ভব?
কিভাবে তা জেনে নেওয়া যাক...গোলাপ পাপড়িতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং প্রাকৃতিক তেল থাকে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
কিভাবে গোলাপ পাপড়ি মুখে লাগাতে হয় তা জেনে নেওয়া যাক
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপ পাপড়ি দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
উপকরণ: কিছু তাজা গোলাপ পাপড়ি এক টেবিল চামচ দই এক চা চামচ মধু প্রথমে, তাজা গোলাপ পাপড়িগুলি পেস্ট করে নিন। এবার দই, মধু মিশিয়ে নিন। তৈলাক্ত ত্বক হলে দইয়ের পরিবর্তে বেসন ব্যবহার করুন।
মুখ পরিষ্কার করে এই প্যাকটি লাগান। প্রায় ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
গোলাপ পাপড়ির ফেস স্ক্রাব... ত্বকের রঙ সমান করতে এবং মৃত কোষ দূর করতে গোলাপ পাপড়ি ও চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন।
উপকরণ: কিছু গোলাপ পাপড়ি ১ চা চামচ চিনি ১ চা চামচ নারকেল তেল প্রথমে গোলাপ পাপড়িগুলি গুঁড়ো করে নিন।
এবার চিনি, নারকেল তেল মিশিয়ে নিন। এই স্ক্রাবটি ত্বকে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩ দিনে হাতেনাতে পাবেন সুফল! উজ্জ্বল ত্বকের টিপস কাজে লাগান ঘরে বসে।