সংক্ষিপ্ত
হাতে আর কটা দিন বাকি। তারপরই শুরু হবে আলোর উৎসব। এই সময় সকলেরই দিনটিকে বিশেষ করে পালন করার জন্য নানা রকম পরিকল্পনা করে থাকে। এই সময় অধিকাংশ বাড়িতেই আত্মীয় সমাগম ঘটে। আবার কোথাও কোথাও বন্ধুরা মিলে পার্টি করে। এই সময় অধিকাংশই দিওয়ালি পার্টিতে যোগ দেন। তবে, পার্টিতে যাওয়ার জন্য সুন্দর পোশাক পরলেই হল না। সাজতেও হবে সুন্দর করে। আর সাজ তখনই পারফেক্ট হবে যখন ত্বক হবে উজ্জ্বল। এবার দীপাবলির আগে ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই বিশেষ টিপস, দ্রুত ত্বক হবে উজ্জ্বল।
বেসন, ওটস এবং মধুর প্যাক
প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তার সঙ্গে মেশান পরিমাণ মতো বেসন এবং মধু। প্রয়োজনে সামান্য জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
বেসন, হলুদ ও মধুর প্যাক
প্রথমে হলুদের টুকরো নিয়ে তা বেটে নিন। এবার বেসনের সঙ্গে মেশান হলুদ বাটা। ভালো করে মিশিয়ে নিন। প্যাক বানান। এতে পরিমাণ মতো মধু দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
চন্দন, বেসন ও দুধের প্যাক
ত্বকের জেল্লা আনতে লাগন চন্দন, বেসন ও দুধের প্যাক। প্রথমে পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। এতে মেশান চন্দন বাটা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
কলা ও মধুর প্যাক
যাদের রুক্ষ্ম ত্বক তারা লাগাতে পারেন কলা ও মধুর প্যাক। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।